Rituraj Singh: প্যাঙ্ক্রিয়াটাইটিস ছিল ঋতুরাজের, কেন হার্ট অ্যাটাক হয় এ রোগে ?
Rituraj Singh Death in Pancreatitis: প্যাঙ্ক্রিয়াটাইটিস রোগে মৃত্যু হয়েছে ঋতুরাজের। কেন এই লোগ ভয়ানক জানেন ?
কলকাতা: প্রখ্যাত অভিনেতা ঋতুরাজ সিংহের (Rituraj Singh) অকাল প্রয়াণে স্তব্ধ বিনোদন জগত। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। দীর্ঘ দিন ধরে অগ্ন্যাশয়ের সমস্যায় ভুগছিলেন তিনি। কিন্তু অগ্ন্যাশয়ের কারণে হার্টের সমস্যা কেন, কীভাবে হয় ? এই বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা ?
প্রসঙ্গত, অগ্ন্যাশয়ের রোগে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। কিছুদিন আগে তিনি ছাড়া পান। কিন্তু তার পরে সোমবার রাতে অবস্থার অবনতি হয় তাঁর। হার্ট অ্যাটাকে মৃত্যু হয় অভিনেতার।
অগ্ন্যাশয়ের রোগ কেন ভয়ের ?
অগ্ন্যাশয় থাকে ক্ষুদ্রান্ত্র বা স্মল ইনটেসটাইনের প্রথম অংশে, পেটের বামদিকে পিছনে। যখন বিভিন্ন পাচক রস অগ্ন্যাশয় বা প্যাঙ্ক্রিয়াসকে আক্রমণ করে, তখনই এর সমস্যা দেখা দিতে থাকে। যাকে চিকিৎসকরা প্যাঙ্ক্রিয়াটাইটিস বা প্যাঙ্ক্রিয়াটিক ম্যালিগন্যান্সি বা ক্যানসার বলে থাকেন। মূলত ওই অঙ্গ ফুলে গেলে বা অঙ্গে প্রদাহ হলে এই সমস্যা হতে পারে।
গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট চিকিৎসক পীযূষ গুপ্ত সংবাদমাধ্যম আইএএনএস-কে বলেন, প্যাঙ্ক্রিয়াসের সমস্যা অনেক হাই প্রোফাইল ব্যক্তিদেরই দেখা যায়। যা রোগীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বর্তমানে এই নির্দিষ্ট রোগটির হার সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছেও বটে।
হার্ট অ্যাটাকের সঙ্গে কীভাবে যুক্ত ?
একাধিক গবেষণায় এর প্রমাণ পাওয়া গিয়েছে, দেখা গিয়েছে, প্যাঙ্ক্রিয়াসের সমস্যা থেকে হার্টের সমস্যা হতে পারে। এমনকি এই সমস্যা শরীরে দেখা দিলে মায়োকার্ডিয়াল ইনজুরির হার বেড়ে যায়। অন্যদিকে আরেক চিকিৎসক অশ্বিনী মেহতার কথায়, যেকোনও রোগ গুরুতর হয়ে উঠলে হার্টের উপর প্রভাব ফেলে। কারণ এই সময় শরীরের বিভিন্ন ইলেক্ট্রোলাইটগুলির পরিমাপ বদলে বদলে যায়। যা হার্টের উপর চাপ তৈরি করে। তাছাড়া আগে হার্টের সমস্যা থাকলে এই ঝুঁকি আরও বাড়ে।
অগ্ন্যাশয়ের সমস্যাই বাড়িয়ে দেয় হার্টের বিপদ
হৃদরোগ বিশেষজ্ঞ অশ্বিনীর কথায়, অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস থাকলেই রোগীর মৃত্যু হার্ট অ্যাটাকে বা কিডনির সমস্যায় হতে দেখা যায়। মদ্যপান, ধূমপান, অতিরিক্ত ওজন, গলব্লাডার স্টোনের মতো সমস্যা দিন দিন বাড়ছে। আর এই সমস্যাগুলিই বাড়িয়ে দিচ্ছে প্যাঙ্ক্রিয়াটাইটিস ডিসঅর্ডারের ঝুঁকি। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, এই সব সমস্যা থাকলে হার্টেথ রোগের ঝুঁকিও বাড়ে। ফলে সেদিক থেকে পরোক্ষভাবে হার্ট অ্যাটাক ও প্যাঙ্ক্রিয়াটাইটিসের মধ্যে সম্পর্ক রয়েছে। নির্দিষ্ট সময় এই রোগটি ধরা পড়লে, সমস্যা অনেকটাই এড়ানো যায় বলেই জানিয়েছেন দুই বিশেষজ্ঞ চিকিৎসক।
আরও পড়ুন - Night Leg Cramp: ঘুমের মধ্যে হঠাৎ পায়ে টান, তীব্র ব্যথা - কীসের লক্ষণ ?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )