Ayurvedic Face Packs: উজ্জ্বল ত্বক পেতে দারুণ উপকারী আয়ুর্বেদিক ফেসপ্যাক, কীভাবে বাড়িতে বানাবেন?
বাজার চলতি প্রোডাক্টে কেমিক্যাল থাকায়, তা ত্বকের জন্য খুবই ক্ষতিকর। বাজার চলতি প্রোডাক্টের পরিবর্তে বাড়িতে তৈরি করে নিতে পারেন ফেসপ্যাক। যাতে থাকবে না কোনও কেমিক্যাল। আবার হবে উপকারী।
কলকাতা: উৎসবের মরশুম চলছে। তবে, শুধু উৎসবের মরশুমই নয়, বছরের ৩৬৫ দিনই উজ্জ্বল ত্বক (Skin Glow) পেতে কে না চায়। কিন্তু পরিবেশে ধুলো, ধোঁয়া, দূষণে এবং শারীরিক নানা কারণে উজ্জ্বল ত্বক পাওয়ার পরিবর্তে ত্বকের উজ্জ্বলভাব ক্রমশ যেন হারিয়ে যেতে থাকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাজার চলতি প্রোডাক্টে কেমিক্যাল থাকায়, তা ত্বকের জন্য খুবই ক্ষতিকর। বাজার চলতি প্রোডাক্টের পরিবর্তে বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারেন ত্বক উজ্জ্বল করে তোলার ফেসপ্যাক। যাতে থাকবে না কোনও কেমিক্যাল। আবার হবে উপকারী। তাহলে দেখে নেওয়া যাক আয়ুর্বেদিক উপায়ে ফেসপ্যাক ব্যবহার করতে হলে কীভাবে তা বাড়িতে সহজেই তৈরি করে ফেলতে পারবেন।
১. দই এবং ছোলার ফেসপ্যাক - আয়ুর্বেদ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এক চামচ দইয়ের সঙ্গে ছোলার গুঁড়ো এক চামচের এক চতুর্থাংশ নিয়ে তার সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিন। এবার মুখের ত্বকে সেই পেস্ট ব্যবহার করে ১০ মিনিট রেখে দিন। ফেসপ্যাক শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
২. মধু এবং ছোলার ফেসপ্যাক - দইয়ের মতো একইরকমভাবে এক চামচ মধুর সঙ্গে অর্ধের চামচ ছোলার গুঁড়ো নিয়ে তাতে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। এবার সেই পেস্ট মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন - Diwali 2021: আলোর উৎসবে কীভাবে নিজের বাড়িটিকে আরও সুন্দর করে সাজিয়ে তুলবেন?
৩. মধু ও লেবুর ফেসপ্যাক - এক চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার তা মুখের ত্বকে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে দল দিয়ে ধুয়ে নিন।
৪. কলা এবং মধুর প্যাক - একটি কলা প্রথমে চটকে নিতে হবে। এবার তাতে এক চামচ মধু দিয়ে দিন। আর তার মধ্যে ছোলার গুঁড়ো দিয়ে মিশিয়ে মুখে ব্যবহার করুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন।