Skin Care With Chia Seeds: ত্বকের পরিচর্যায় কীভাবে ব্যবহার করবেন চিয়া সিড ? কোন কোন সমস্যা দূর করবে এই বীজ ?
Chia Seeds: চিয়া সিডের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস মূলত ত্বক টানটান রাখতে সাহায্য করে। ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখে। অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং বলিরেখার সমস্যা থেকে দূরে রাখে।

Skin Care With Chia Seeds: চিয়া সিড খেলে ওজন কমে, একথা আজকাল সকলেই জানেন। আর সেই জন্য সকালে খালি পেটে চিয়া সিড ভেজানো জল অনেকেই খেয়ে থাকেন। তবে এই চিয়া সিড যে ত্বকের যত্নেও ব্যবহার করা যায়, তা অনেকেই হয়তো জানেন না। ত্বকের অনেক সমস্যাই নিমেষে দূর করে চিয়া সিড। তার মধ্যে অন্যতম হল রিঙ্কেলস বা বলিরেখার সমস্যা। বয়সের ভারে ত্বকে বলিরেখার প্রভাব পড়বেই। রিঙ্কেলসের জেরে চোখের চারপাশের চামড়া কুঁচকে যেতে পারে। এছাড়াও কপাল এবং গলার অংশের ত্বকে ভাঁজ দেখা দিতে পারে।
ত্বকের স্ক্রাবার হিসেবে চিয়া সিড ব্যবহার করা যেতে পারে
চিয়া সিড জলে ভিজিয়ে রাখলে যে পিছলে যাওয়া বা জেল বেসড টেক্সচার তৈরি হয় সেটাই ত্বকে লাগিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। চিয়া সিডের জেল-বেসড এই টেক্সচার, ত্বকে থাকা মরা কোষ বা ডেড স্কিন সেল ঝরিয়ে দিতে পারে। তার ফলে ত্বকের উজ্জ্বল ভাব ফিরে আসে। চিয়া সিডের স্ক্রাব ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হওয়ার পাশাপাশি মোলায়েমও থাকবে। ত্বকে জমে থাকা টক্সিন দূর করতে সাহায্য করে চিয়া সিড। এছাড়াও এই বীজ কোলাজেন নামক প্রোটিন তৈরিতে সাহায্য করে যা ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি উপকরণ। অয়েলি স্কিনের ক্ষেত্রে ত্বকে অতিরিক্ত সিবাম বা তেলের সিক্রেশন কমাতে সাহায্য করে চিয়া সিড। তাই এই বীজ দিয়ে স্ক্রাব তৈরি করে ব্যবহার করলে অনেক উপকারই পাবেন আপনি। ব্রনর সমস্যাও কমাবে এই বীজ। চিয়া সিড দিয়ে শুধু ফেস স্ক্রাব নয়, ফেস প্যাকও তৈরি করা যায়।
চিয়া সিড কমায় রিঙ্কেলসের সমস্যা
চিয়া সিডের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইবার, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, প্রোটিন-সহ একাধিক নিউট্রিয়েন্টস। চিয়া সিডের মধ্যে থাকা এইসব উপকরণই, মূলত অ্যান্টিঅক্সিডেন্টস, ত্বক টানটান রাখতে সাহায্য করে। চিয়া সিডের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। ফলে অসময়ে ত্বকে রিঙ্কেলস দেখা যায় না। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে চিয়া সিডসে। এই উপকরণও ত্বকের ইলস্টিসিটি বজায় রাখে খুব ভালভাবে। ফলে ত্বক টানটান থাকে। রোজ সকালে চিয়া সিড ভেজানো জল খেতে পারেন আপনি। এছাড়াও চিয়া সিড যুক্ত ফেসওয়াশ, ফেসপ্যাক, ফেস-স্ক্রাব ব্যবহার করতে পারেন। তবে একটা বয়সের পরে আপনার ত্বকে রিঙ্কেলস দেখা দেবেই। সময়ে যাতে এর প্রভাব না পড়ে সেই দিকে খেয়াল রাখবে চিয়া সিডস।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
