Skin Care With Tulsi Leaves: ত্বকের হারানো জেল্লা ফিরে পেতে কীভাবে সাহায্য করে তুলসি পাতা?
Skin Care Tips: তুলসি পাতার গুঁড়ো আজকাল বাজারে কিনতে পাওয়া যায়। ফেসপ্যাক তৈরির ক্ষেত্রে এই গুঁড়োও ব্যবহার করতে পারেন।

Skin Care With Tulsi Leaves: ত্বকের পরিচর্যায় আমরা অনেক প্রাকৃতিক উপকরণই ব্যবহার করে থাকি। এই তালিকায় রাখতে পারেন তুলসি পাতাও। বাড়িতে খুব সহজে এবং সামান্য কিছু উপকরণের সাহায্যে তুলসি পাতার ফেস প্যাক তৈরি করে নেওয়া যায়। তুলসি পাতার সাহায্যে ত্বকের যত্ন করলে হারিয়ে যাওয়া জেল্লা ফিরবে অল্পদিনেই। দূর হবে কালচে দাগছোপ। ত্বক দেখতে উজ্জ্বল লাগবে।
দেখে নিন কীভাবে তুলসি পাতার সাহায্যে ত্বকের পরিচর্যা করবেন আপনি
- তুলসি পাতা খেলে সর্দি-কাশির সমস্যা দ্রুত কমে, একথা সকলেরই জানা। তবে এই পাতা যে ত্বকের হারানো জেল্লা ফেরাতে পারে তা হয়তো অনেকেই জানেন না। তুলসি পাতার সঙ্গে মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করুন কয়েকদিন। ফল পাবেন হাতেনাতে। আর্দ্র এবং মোলায়েম থাকবে ত্বক। তুলসি পাতা বেটে নিয়ে তার সঙ্গে মধু মিশিয়ে তৈরি করতে হবে এই ঘরোয়া ফেসপ্যাক। ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।
- তুলসি পাতার গুঁড়ো আজকাল বাজারে কিনতে পাওয়া যায়। ফেসপ্যাক তৈরির ক্ষেত্রে এই গুঁড়োও ব্যবহার করতে পারেন। তুলসি পাতা বেটে বা তুলসি পাতার গুঁড়োর সঙ্গে ইয়োগার্ট বা টকদই মিশিয়েও তৈরি করে নিতে পারেন ঘরোয়া ফেসপ্যাক। তুলসি এবং ইয়োগার্টের এই ফেসপ্যাক স্নানের আগে কয়েকদিন ত্বকে ব্যবহার করলে দূর হবে কালচে দাগছোপ, ফিরবে জেল্লা।
- তুলসি পাতা ভাল করে বেটে নিন। তার মধ্যে মিশিয়ে নিন কিছুটা পাতিলেবুর রস। এই মিশ্রণ দ্রুত ত্বকের উজ্জ্বলতা ফেরাবে, কালচে দাগছোপ দূর করবে। একটা গোটা পাতিলেবুর রস নিতে পারলে সবচেয়ে ভাল হবে।
- অ্যালোভেরা জেল ত্বকের জন্য দারুণ উপকারী একটি উপকরণ তা প্রায় সকলেই জানেন। এর সঙ্গে মিশিয়ে নিন তুলসি পাতা বাটা বা তুলসি পাতার গুঁড়ো। সপ্তাহে দু থেকে তিনদিন এই ফেসপ্যাক ব্যবহার করলে ফল পাবেন দ্রুত।
- তুলসি পাতা দিয়ে ফেসপ্যাক বানানোর পাশাপাশি বাড়িতে খুব সহজে তৈরি করে রাখতে পারেন তুলসি টোনার। এক কাপ জলে কয়েকটা তুলসি পাতা দিয়ে ফুটিয়ে নিন ভাল করে। ঠান্ডা হলে স্প্রে বোতলে ঢেলে নিন। পরে টোনার হিসেবে ব্যবহার করুন।
আরও পড়ুন- লাউয়ের খোসা ভাজা খেতে ভালবাসেন? এই সবজির খোসা খাওয়া কতটা উপকারী?
আরও পড়ুন- টক দই কি খালি পেটে খাওয়া উচিৎ? কাদের সমস্যা হতে পারে?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।






















