এক্সপ্লোর
Advertisement
Watering The Plants: গরমকালে সঠিকভাবে যত্ন করুন শখের বাগানের, গাছে জল দেওয়ার সময় কী কী নিয়ম খেয়াল রাখবেন?
Tips to Maintain Tress: যাঁরা টবে গাছ বসিয়েছেন, যাঁদের বাগান আছে সকলেই গাছে জল দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, অতিরিক্ত জল দেওয়া মানেই গাছ ভাল হবে না। বরং পচে যেতে পারে গাছের গোড়া।
Watering The Plants: গরমের মরশুমে (Summer Season) অতিরিক্ত তাপমাত্রার (Summer Heat) কারণে রুক্ষ, শুষ্ক হয়ে যায় আপনার শখের বাগানের গাছগুলি। তীব্র দাবদাহে সঠিক ভাবে যত্ন না পেলে অনেক গাছ মরেও যেতে পারে। তাই গাছে ঠিকভাবে জল দেওয়া (Water Plants) প্রয়োজন গরমকালে। বিশেষ করে গরমকালে এবং প্রায় সারাবছরই গাছে জল দেওয়ার কিছু নিয়ম রয়েছে। সেগুলি মেনে না চলে গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই সতর্ক থাকুন এবং জেনে নিন কিছু টিপস।
- তবে গরমের দিনে গাছে জল দেওয়ার কিছু নিয়ম রয়েছে। বাগানের গাছে জল দিতে হয় একভাবে। আর ঘরের ভিতরে থাকা গাছের ক্ষেত্রে জল দেওয়ার নিয়ম আলাদা।
- সারাবছরই বিশেষ করে গরমকালে গাছে জল দেওয়ার ক্ষেত্রে এই নিয়মগুলি মেনে চলা প্রয়োজন। নাহলে গাছের ক্ষতি হতে পারে। গাছ মরে যেতে পারে।
- গরমের দিনে গাছের পাতা, কাণ্ড- এই অংশগুলি তীব্র দাবদাহে একদম রুক্ষ, শুষ্ক হয়ে যায় সহজে। তাই একটা স্প্রে বোতল ব্যবহার করে গাছের এই অংশগুলিতে জল দেওয়া জরুরি।
- গরমের মরশুমে অতিরিক্ত তাপমাত্রা এবং তাপপ্রবাহের কারণে গাছের পাতা এবং কাণ্ড সহজে শুষ্ক হয়ে যায়। তাই এই দুই অংশে জল দেওয়ার ব্যাপারে বিশেষ নজর দিতে হবে।
- যাঁরা টবে গাছ বসিয়েছেন তাঁরা তো বটেই, যাঁদের বাগান আছে তাঁরাও গাছে জল দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, অতিরিক্ত জল দেওয়া মানেই গাছ ভাল হবে না। বরং পচে যেতে পারে গাছের গোড়া। গাছে ততক্ষণই জল দেবেন যতক্ষণ মাটি সেই জল শুষে নিতে পারবে। এরপরে গাছে আরও জল দেওয়ার অর্থ গাছের ক্ষতি করা।
- ঘরের ভিতরে যেসমস্ত গাছ রাখবেন সেগুলিতে বাগানের গাছের তুলনায় কম জল দিলেও অসুবিধা নেই। কারণ এইসব ইন্ডোর প্ল্যান্ট সরাসরি সূর্যালোকের সংস্পর্শে আসে না।
- গরমের দিনে ঘরের ভিতরে থাকা গাছে দিনে একবার জল দিলেই যথেষ্ট। মাঝে মাঝে গাছের পাতা এবং কাণ্ড অংশে স্প্রে বোতলে করে জল ছিটিয়ে দিন। তাতেই কাজ হবে।
- সাকুলেন্ট জাতীয় গাছ যেমন ক্যাকট্যাস, স্নেক প্ল্যান্ট- এগুলি নিজেদের কাণ্ডে জল সংগ্রহ করে রাখতে পারে। তাই গরমের দিন হলেও এইসব গাছে প্রচুর জল দেওয়ার প্রয়োজন নেই। দু'দিন অন্তর একবার এইসব সাকুলেন্ট জাতীয় গাছে জল দিলেই গাছে ভাল থাকবে গরমের মরশুমেও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement