Unexpected Weight Loss: ওজন কমছে নিজে থেকেই ? হতে পারে মারণরোগের লক্ষণ ! দাবি গবেষকদের
Unexpected Weight Loss in Cancer: নিজে থেকেই ওজন কমতে শুরু করেছে ? এটি মারণরোগের লক্ষণ হতে পারে বলে গবেষকদের দাবি।
কলকাতা: ওজন কমে যাচ্ছে ? অথচ কমার মতো কিছুই করছেন না ? এ কিন্তু মারণ রোগের লক্ষণ হতে পারে। সম্প্রতি এমনটাই জানা গেল এক গবেষণায়। ওজন কমিয়ে মনের মতো ফিগার পেতে অনেকেই ভালবাসেন। এর জন্য অনেকেই ডায়েটের উপর ভরসা রাখেন। কেউ কেউ আবার জিম যাওয়া শুরু করুন। কড়া নিয়মের মধ্যে নিজেকে বেঁধে রাখেন। কিন্তু কিছু না করেই যদি ওজন কমতে শুরু করে ? সে লক্ষণ কিন্তু মোটেও ভাল নয়। কারণ না চাইতেই এই ওজন কমে যাওয়া ক্যানসারের লক্ষণ হতে পারে।
কী বলছেন গবেষক ব্রায়ান ?
আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নালে ২৩ জানুয়ারি এই গবেষণা প্রকাশিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ডানা ফারবার ক্যানসার ইনস্টিটিউটের রিসার্চে সম্প্রতি এই তথ্য উঠে এসেছে। সমীক্ষা করে দেখা গিয়েছে, বেশিরভাগ সময়েই ওজন কমে যাওয়া কোনও না কোনও রোগের লক্ষণ হিসেবে কাজ করে। এই রোগগুলির মধ্যেই সবচেয়ে ভয়ানক হল ক্যানসার। যা বুঝে ওঠার আগেই সারা শরীরে ছড়াতে শুরু করে। কমে আসে জীবনের আয়ু।
মুখ্য গবেষক ব্রায়ান উলফিন সংবাদমাধ্যম এএনআইকে বলেন, ব্যায়াম বা ডায়েট করে অনেকেই ওজন কমানোর সিদ্ধান্ত নেন। কিন্তু সেসব কিছু না করতেই যদি ওজন কমতে শুরু করে, তাহলে চিকিৎসকের কাছে দ্রুত যাওয়া উচিত। কেন যাব ? ব্রায়ান জানাচ্ছেন, না চাইতেই ওজন কমে যাওয়ার পিছনে নানা কারণ থাকতে পারে। তবে এটি ক্যানসারেরও লক্ষণ হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসক সিদ্ধান্ত নেবেন ঠিক কী পদক্ষেপ নেওয়া উচিত।
কোন কোন ক্যানসারের লক্ষণ ?
ওজন কমার লক্ষণের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কয়েকটি ক্যানসার। এই তালিকায় রয়েছে পাকস্থলি, লিভার, খাদ্যনালি, অগ্ন্যাশয়, কোলন, কোলোরেক্টাল, ফুসফুস ক্যানসার। এছাড়াও, রক্তের বেশ কিছু ক্যানসারও এই তালিকার মধ্যে রয়েছে। এর মধ্যে রয়েছে ননহজকিন লিম্ফোমা, মাল্টিপল মায়লোমা ও লিউকোমিয়ার মতো মারাত্মক সব ক্যানসার।
কজনকে নিয়ে এই পরীক্ষা ?
সব মিলিয়ে ১,৫৭৪৭৪ জন ব্যক্তির উপর এই পরীক্ষা করা হয়েছে। তাতে ৩০ বছর থেকে ৭৫ বছর পর্যন্ত সব বয়সের ব্যক্তিরাই ছিলেন। ১৯৭৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ৪০ বছর ধরে তাদের ওজনের খুঁটিনাটি নিয়ে পরীক্ষা করা হয়েছে। তার ভিত্তিতেই এই দাবি করছেন গবেষকরা।
তথ্যসূত্র - এএনআই
আরও পড়ুন - Sugar Control Tips: আর ভয় পেতে হবে না সুগারকে, হাতের কাছে থাকা এই পানীয়ে ভরসা রাখলেই হবে !
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )