Health News: কোষ্ঠকাঠিন্যের সমস্যায় জেরবার, পেট খালি হয়নি দীর্ঘ চার মাস, হাসপাতালে ঠাঁই হল তরুণীর
Constipated for Four Months: আমেরিকা থেকে এই ঘটনা সামনে এসেছে।

নয়াদিল্লি: একদিন, দু’দিন পর পর পেট খালি হয় অনেকেরই। কিন্তু তাই বলে চার মাস মলত্যাগ বন্ধ? হাসপাতালে ঠাঁই হল ২৫ বছরের এক রোগিণীর। গোড়া থেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা ছিল তাঁর। মাঝে ওষুধ খেয়ে ঠিক ছিলেন। কিন্তু ওষুধ বন্ধ করতেই বিপত্তি দেখা দেয় নতুন করে। দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগলে, তা থেকে অন্ত্রের ক্যান্সারও হতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকেরা। (Health News)
আমেরিকা থেকে এই ঘটনা সামনে এসেছে। Dailymail জানিয়েছে, ২৫ বছর বয়সি ওই তরুণী কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছিলেন বহু দিন ধরেই। তাঁর মলাশয়ের গঠন অসম। পেটের ভিতর সঠিক অবস্থানে নেই। কোথাও কোথাও দড়ির মতো পাকিয়ে রয়েছে অন্ত্র। (Constipated for Four Months)
কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ মতো চলছিলেন ওই তরুণী। নিয়মিত ওষুধও খাচ্ছিলেন। এতে একটা সময় পর শরীর তাঁর নিয়ন্ত্রণে চলে আসে। সময়ে সময়ে পেট খালি হয়ে যাচ্ছিল। এতে আর ওষুধের প্রয়োজন নেই বলে মনে করেন ওই তরুণী। ফলে নিজে থেকেই একসময় ওষুধ খাওয়া বন্ধ করে দেন তিনি। চিকিৎসক, পরিবারের লোকজন বারণ করলেও শোনেননি।
কিন্তু ওষুধ বন্ধ করার পর গোড়ায় তেমন সমস্যা না হলেও, ধীরে ধীরে পুরনো সমস্যা ফিরে আসে। এতে দোকান থেকে ফের ওষুধ কিনে খান ওই তরুণী। কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি। এমন চলতে চলতে দীর্ঘ চার মাস সময় পার হয়ে যায়। ওই চারমাস মলত্যাগ করেননি তরুণী।
শেষে অসম্ভব যন্ত্রণা শুরু হলে ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এতদিন ধরে পেট খালি হয়নি যে, ওই তরুণীর পেটে মল একেবারে জমাট বেঁধে গিয়েছিল। বেশ কয়েক দফায় যন্ত্রের সাহায্য়ে কেটে বের করতে হয় শুকিয়ে কাঠ হয়ে যাওয়া মল। শুধুমাত্র তরল খাইয়ে রাখতে হয় ওই তরুণীকে। একধাক্কায় শরীর ভেঙে পড়ে ওই তরুণীর।
ফাইবার সমৃদ্ধ খাবারের অভাবে, শারীরিক ভাবে সক্রিয় না হলেও মল শুকিয়ে কাঠ হয়ে যায় বলে মত চিকিৎসকদের। জমতে জমতে একটা সময় পর শরীর থেকে তরল বেরোতে থাকে। ডায়রিয়া ভেবে ভুল করেন অনেকে। আসলে অতিরিক্ত চাপের ফলে অন্ত্র ফুটো হয়ে যায়। দীর্ঘ দিন এমন চললে, তা থেকে অন্ত্রের ক্যান্সার পর্যন্ত হতে পারে। অল্পবয়সিদের মধ্যে এই সমস্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তথ্যসূত্র: Dailymail
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















