Weight Loss Tips: মেদ ঝরাতে প্রতিদিন ডায়েটে রাখছেন বিভিন্ন পানীয়, মশলা মিশিয়ে পানীয় তৈরি করলে ফল পাবেন দ্রুত
Spices Health Benefits: গোলমরিচের সাহায্যেও ওজন কমানো সম্ভব। রান্নায় গোলমরিচের গুঁড়ো দিলে স্বাদও হয় দারুণ। সর্দি-কাশির সমস্যাতেও মধু বা চিনির সঙ্গে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেলে উপকার পাবেন।
Weight Loss Tips: ওজন কমাতে অনেকেই নানা ধরনের কসরত করেন। নিয়মিত শরীরচর্চা। কড়া ডায়েট। তবে মশলার (Spices) মাধ্যমেও যে ওজন কমতে (Weight Loss) পারে, তা হয়তো অনেকেই জানেন না। সাধারণ মধ্যবিত্ত বাড়ির রান্নাঘরে যে সমস্ত মশলা থাকে, সেগুলি সারাদিনে নানা ভাবে আপনি খেতে পারেন। কোনও মশলা এমনিই খাওয়া যায়। কোনও মশলা দিয়ে তৈরি করে নেওয়া যায় চা কিংবা অন্য পানীয়। এভাবে এইসব মশলা আপনার প্রতিদিনের ডায়েটে যুক্ত হলে আপনার ওজন ক্রমশ কমবে।
তাহলে দেখে নিন কোন কোন মশলা ওজন কমাতে সাহায্য করবে
- দারচিনি- দারচিনি ওজন কমাতে সাহায্য করে। এর পাশাপাশি নিয়ন্ত্রণে রাখে রক্তচাপের মাত্রাও। গরম জলে সামান্য দারচিনির গুঁড়ো মিশিয়ে খেতে পারেন। কিংবা চায়ের সঙ্গেও দারচিনির গুঁড়ো মিশিয়ে খেলেও উপকার পাবেন। তবে খুব বেশি পরিমাণে দারচিনির গুঁড়ো খেলে শরীরে সমস্যা দেখা দেবে বিভিন্ন রকমের।
- আদা- আদার রস ওজন কমানোর পাশাপাশি বদহজমের সমস্যাও কমায়। দূর করে অ্যাসিডিটি এবং গ্যাসের অসুবিধাও। আদার রস মিশিয়ে চা খেলে উপকার পাবেন। সর্দি-কাশি হলেও এই পানীয় আপনাকে দারুণ আরাম দেবে। গলা ব্যথা হলে আদা দিয়ে চা খাওয়া খুবই জরুরি। রান্নাতেও ব্যবহার করতে পারেন আদা। স্বাস্থ্যের উপকারেই লাগবে।
- হলুদ- হলুদ আমাদের স্বাস্থ্যের জন্য সবসময়েই ভাল। সকালে খালি পেটে গরম জলে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে খেলে ওজন কমবে। দুধে হলুদ মিশিয়েও খেতে পারেন আপনি। এই পানীয় আপনাকে যেকোনও সংক্রমণ থেকে দূরে রাখবে। হলুদের অনেক গুণ রয়েছে। তাই নিয়মিত হলুদ খেতে পারেন।
- গোলমরিচ- গোলমরিচের সাহায্যেও ওজন কমানো সম্ভব। রান্নায় গোলমরিচের গুঁড়ো দিলে স্বাদও হয় দারুণ। সর্দি-কাশির সমস্যাতেও মধু বা চিনির সঙ্গে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেলে উপকার পাবেন। খুশখুশে কাশি কমাতে এই টোটকার জুড়ি মেলা ভার।
আরও পড়ুন- শীতকালেও প্রচুর ঘাম হয়, কীসের লক্ষণ? কী কী কারণে হতে পারে এই সমস্যা?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।