এক্সপ্লোর
Advertisement
Jharkhand Exit Poll LIVE Updates: ত্রিশঙ্কু হচ্ছে ঝাড়খণ্ড, সংখ্যায় এগিয়ে কং-জেএমএম জোট
LIVE
Background
কল্যাণ লোকসভা আসনে ১৭ তম লোকসভা নির্বাচনে ভোটাররা বিপুল উদ্দীপনায় ভোট দিয়েছিলেন। কল্যাণ ২০১৪ লোকসভা নির্বাচন
২০১৪-র লোকসভা নির্বাচনে এখানে 18 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন, যাঁদের মধ্যে 16জনের জামানত জব্দ হয়েছিল। ২০১৪-র নির্বাচনে কল্যাণ লোকসভা আসনের ভোটাররা SHS -র Dr.Shrikant Eknath Shinde -র প্রতিই আস্থা রেখেছিলেন, যিনি NCP র Anand Prakash Paranjpe কে 250749 ভোটে হারিয়ে দিয়েছিলেন।
কল্যাণ লোকসভা আসনের ইতিবৃত্ত
- ২০০৯ লোকসভা নির্বাচন - ১৫ তম লোকসভা নির্বাচনে শিবসেনা -র প্রার্থী জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি 24202 ভোট পেয়েছিলেন।
22:22 PM (IST) • 20 Dec 2019
বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ২০১৪-র তুলনায় বিজেপি পাঁচ আসন কম পাচ্ছে। জেভিএম-ও পাঁচ আসন কম পাচ্ছে। গত নির্বাচনের মতোই আজসু এবারেও পাঁচটি আসন জিততে পারে বলে ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। গতবার ৬ আসন জেতা কংগ্রেস এবারে ১০ আসন জিততে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত। অর্থাৎ, কংগ্রেস অতিরিক্ত চারটি আসন পেতে পারে। একইভাবে, জেএমএম-ও গতবারের তুলনায় চার আসন বেশি পেতে পারে বলে ইঙ্গিত সমীক্ষায়।
22:18 PM (IST) • 20 Dec 2019
২০১৪ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩৭টি আসন। কংগ্রেস পেয়েছিল মাত্র ৬টি। আজুস পেয়েছিল ৫ এবং জেভিএম পেয়েছিল ৮টি। এছাড়া, জেএমএম পেয়েছিল ১৯টি আসন। অন্যান্যরা পেয়েছিল ৬টি। গত নির্বাচনে জেএমএম-কং-জেভিএম জোট পেয়েছিল ৩৩টি আসন। বিজেপি-আজসু জোট পেয়েছিল ৪২টি আসন। ঝাড়খণ্ডের বিধানসভায় ৮১টি আসন রয়েছে। ম্যাজিক ফিগার ৪১। তবে, এবারের বুথ ফেরত সমীক্ষায় কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠ দলের তকমা পাচ্ছে না বলে ইঙ্গিত মিলেছে।
21:35 PM (IST) • 20 Dec 2019
এখানে বলে রাখা প্রয়োজন, এবিপি নিউজ-সি ভোটার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ঝাড়খণ্ডের বিধানসভা ত্রিশঙ্কুর হওয়ার দিকেই ইঙ্গিত মিলছে। কোন দল সর্বনিম্ন ও সর্বাধিক আসন পেতে পারে, সমীক্ষার ফলাফল বলছে-- বিজেপি ২৮ থেকে ৩৬ আসন পেতে পারে। কংগ্রেস-জেএমএম জোট পেতে পারে ৩১ থেকে ৩৯ আসন পেতে পারে। এছাড়া, জেভিএম পেতে পারে ১ থেকে ৫ আসন। আজসু পেতে পারে ৩ থেকে ৭ আসন। এর পাশাপাশি, অন্যান্যরা পেতে পারে ৪ থেকে ৮টি আসন।
20:54 PM (IST) • 20 Dec 2019
সমীক্ষায় ইঙ্গিত, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যে ধাক্কা খাচ্ছে বিজেপি। সেখানে কংগ্রেসের ভাল ফল করার প্রবণতা দেখা যাচ্ছে। কংগ্রেস ও সহযোগী জেএমএম ৩৫টি আসন পেতে পারে, বিজেপি ৩২টি। জেভিএম পাচ্ছে ৩টি আসন, আজসুর ঝুলিতে যেতে পারে ৫টি আসন। কংগ্রেস ও তার জোট শরিক পেতে পারে ৩৭ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৩৪ শতাংশ ভোট। জেভিএম সাত শতাংশ, অন্যান্যরা পেতে পারে ১৪ শতাংশ ভোট।
20:50 PM (IST) • 20 Dec 2019
Load More
Tags :
Jharkhand Assembly Election 2019 Jharkhand Election 2019 Assembly Election 2019 Election 2019 Lok Sabha Election 2019বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
খবর
খবর
জেলার
Advertisement