এক্সপ্লোর
Advertisement
LIVE UPDATE: জেএনইউ: 'ফ্যাসিস্ত সার্জিক্যাল স্ট্রাইক', 'শিক্ষা প্রতিষ্ঠান নষ্টের চেষ্টা', বিজেপির কড়া নিন্দায় মুখ্যমন্ত্রী মমতা, মোদি সরকারকে টার্গেট সনিয়ার
LIVE
Background
রাজসামান্দ লোকসভা আসনে ১৭ তম লোকসভা নির্বাচনে ভোটাররা বিপুল উদ্দীপনায় ভোট দিয়েছিলেন। রাজসামান্দ ২০১৪ লোকসভা নির্বাচন
২০১৪-র লোকসভা নির্বাচনে এখানে 12 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন, যাঁদের মধ্যে 10জনের জামানত জব্দ হয়েছিল। ২০১৪-র নির্বাচনে রাজসামান্দ লোকসভা আসনের ভোটাররা BJP -র Hariom Singh Rathore -র প্রতিই আস্থা রেখেছিলেন, যিনি INC র Gopal Singh Shekhawat কে 395705 ভোটে হারিয়ে দিয়েছিলেন।
রাজসামান্দ লোকসভা আসনের ইতিবৃত্ত
- ২০০৯ লোকসভা নির্বাচন - ১৫ তম লোকসভা নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস -র প্রার্থী ভারতীয় জনতা পার্টি 45890 ভোট পেয়েছিলেন।
14:09 PM (IST) • 06 Jan 2020
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জেএনইউয়ের পড়ুয়াদের ওপর গতকালের আক্রমণকে ২০০৮ এর মুম্বই সন্ত্রাসের সঙ্গে তুলনা করলেন। তিনি বলেছেন, মুম্বইয়ের ২৬/১১-র সন্ত্রাসের কথা মনে পড়ে গেল। গতকালের হামলাকারীদের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেছেন, কারা এই মুখোশধারী হামলাবাজ, তার তদন্ত চাই।
14:04 PM (IST) • 06 Jan 2020
প্রতিদিনই ভারতব্যাপী ক্যাম্পাসে, কলেজে হানা দিচ্ছে হয় পুলিস অথবা বিজেপি সরকারের সমর্থনপুষ্ট লুম্পেনবাহিনী। সরকার প্রতিটি বিরুদ্ধে কণ্ঠস্বরকে চাপা দিয়ে বশ্যতা মানাতে যে কতদূর যে পারে, জেএনইউয়ের ছাত্রছাত্রী, শিক্ষকদের ওপর গতকালের হাড় হিম করা সন্ত্রাস তা ভয়ঙ্কর ভাবে মনে করিয়ে দিল। এই অভিমত জানিয়ে সনিয়া বলেছেন, ছাত্র ও যুবসমাজের দরকার বহনসাধ্য শিক্ষা, পছন্দসই কাজ, প্রতিশ্রুতিভরা এক ভবিষ্যত্ ও আমাদের সমৃদ্ধশালী গণতন্ত্রে শরিক হওয়ার অধিকার। দুঃখের কথা হল, সরকার এই প্রতিটি আশা-আকাঙ্খার গলা টিপে ধরে দমিয়ে রাখতে চায়। গোটা কংগ্রেল দল ভারতের যুবক, পড়ুয়াদের প্রতি সহমর্মিতা জানাচ্ছে, পাশে থাকছে। গতকালের জেএনইউয়ের প্ররেচনা দেওয়া হিংসার কঠোর নিন্দা ও স্বাধীন, নিরপেক্ষ তদন্ত দাবি করছি আমরা।
13:53 PM (IST) • 06 Jan 2020
জেএনইউয়ে পড়ুয়া নিগ্রহের তীব্র নিন্দা করে প্রতিদিন ভারতের যুবসমাজ ও পড়ুয়াদের কন্ঠস্বর দমন করা হচ্ছে বলে প্রতিক্রিয়া দিলেন সনিয়া গাঁধী। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী এর পিছনে নরেন্দ্র মোদি সরকারকে জড়িয়ে অভিযোগ করেছেন, ভারতের যুবসমাজের ওপর শাসক মোদি সরকারের প্রত্যক্ষ উসকানিতে গুন্ডাবাহিনীর ভয়াবহ, অভূতপূর্ব সন্ত্রাস নিন্দনীয়, কখনই মেনে নেওয়া যায় না।
13:29 PM (IST) • 06 Jan 2020
জেএনইউকাণ্ড: সবরমতী হস্টেলের চারিদিকে ছড়িয়ে রয়েছে গতরাতের ভাঙচুরের
13:28 PM (IST) • 06 Jan 2020
''আমিও ছাত্র রাজনীতি থেকে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছি। এখন ওরা
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement