কাঁচা মাটির ঘরে নেই ব্যবস্থা, গ্রাম থেকে দূরে গাছতলায় তাঁবু খাটিয়ে 'হোম কোয়ারান্টিন' দুই পরিযায়ী শ্রমিকের
ভিন রাজ্য থেকে ঘরে ফিরেও ওঁরা আশ্রয়হীন...
পশ্চিম বর্ধমান: ছোট কাঁচা মাটির ঘরে হোম কোয়ারান্টিনে থাকার সুযোগ নেই। তাই গ্রাম থেকে দূরে গাছতলায়, প্লাস্টিক টাঙিয়ে বসবাস দুই পরিযায়ী শ্রমিকের। পশ্চিম বর্ধমানের কুলটির বাসিন্দা ওই দুই পরিযায়ী শ্রমিক গতকালই দিল্লি থেকে রাজ্যে ফিরেছেন।
করোনা পরীক্ষার জন্য তাঁদের নমুনাও সংগ্রেহ করা হয়েছে। সেই রিপোর্ট এখনও আসেনি। প্রশাসনের পক্ষ থেকে দুজনকে হোম কোয়ারান্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু কাঁচা মাটির ঘরে হোম কোয়ারান্টিনের সুযোগ নেই।
তাই গ্রামবাসীদের কথামতো ওই দুই পরিযায়ী শ্রমিককে আশ্রয় নিতে হয়েছে গ্রাম থেকে দূরে গাছের তলায়। সেখানে তাঁদের খাবার পৌঁছে দিচ্ছেন গ্রামবাসীরা। ভিন রাজ্য থেকে ঘরে ফিরেও তাই আশ্রয়হীন দুই পরিযায়ী শ্রমিক।
অন্যদিকে, বীরভূমের সাঁইথিয়া স্টেশনে রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ। ওই শ্রমিকরা বর্ধমানের বসিন্দা। ২৮ মে তাঁরা গুজরাত থেকে ট্রেনে ওঠেন। আজ সাঁইথিয়া স্টেশনে শ্রমিক স্পেশাল ট্রেন দাঁড়ানোর পর প্রায় ৫০ জন শ্রমিক স্টেশনে নেমে আসেন।
তাঁদের অভিযোগ, এতদিন ধরে তাঁদের ঘোরানো হচ্ছে। ঠিকমতো খাবার না পাওয়ারও অভিযোগ করেন তাঁরা। বর্ধমানের বাসিন্দা প্রায় ৫০ জন শ্রমিক ট্রেনের গার্ডকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর গার্ডের সঙ্গে উর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলার পর বিক্ষোভ মেটে।