Afghanistan Earthquake: মঙ্গলবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
Afghanistan Earthquake: মঙ্গলবার ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৩।
কাবুল: আচমকা ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ভোররাত নাগাদ আচমকা ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের (Afghanistan) বিস্তীর্ণ এলাকা। এই ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৪.৩।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে আরও জানানো হয়েছে, মঙ্গলবার রাত ২.১৫ মিনিট ৩৫ সেকেন্ড ভূমিকম্প হয় । ভূকম্পনের উৎস ছিল মাটির ১৬০ কিলোমিটার ভেতরে।
আরও পড়ুন: Mysterious Hole In Mars:মঙ্গলের গায়ের গর্ত কি নভোচরদের ভবিষ্যৎ আস্তানা? আশা বিজ্ঞানীদের
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের ১৬০ কিলোমিটার মাটির গভীরে।
আরও পড়ুন: Narendra Modi 3.0 : কালই শপথ মোদির, শুভেচ্ছাটুকু জানাল না পাকিস্তান ! জানিয়ে দিল কারণও
প্রশাসন সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত এই ভূমিকম্পের ফলে কারও কোনও ক্ষতি হয়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ জায়গা হিসেবে এমনিতেই অনেক উপরের তালিকায় নাম রয়েছে আফগানিস্তানের। মাঝে মধ্যেই হিন্দুকুশ পর্বত সহ বিভিন্ন এলাকার মানুষগুলিকে মুখোমুখি হতে হয় ভূমিকম্পের। প্রশাসনের তরফে সবরকম ভাবে দুর্গতদের উদ্ধারের চেষ্টা করা হলেও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় বেশিরভাগ মানুষকে বাঁচানো সম্ভব হয় না।ভূ-বিজ্ঞানীদের মতে এমনিতেই আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের বিভিন্ন অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকা বলে পরিছিত। তারমধ্যে আফগানিস্তানে ভূমিকম্প বেশি হয়। ফলে বাড়ে ক্ষয়ক্ষতির সংখ্যাও। তবে শুধু আফগানিস্তানেই নয় আজ ভোরে ভূমিকম্প হয়েছে ভারতের মণিপুরেরও। সেখানে সকাল ৪.৫৬ মিনিটে ৩.২ মাত্রা কম্পন হয়। উৎস্থল ছিল মাটির ২৫ ফুট গভীরে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
প্রসঙ্গত উল্লেখ্য গত বছরই মণিপুরে ভূমিকম্প হওয়ার ফলে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। এবার তাই ভূকম্পন হওয়ায় সবাই আতঙ্কিত।
EQ of M: 3.2, On: 11/06/2024 04:56:17 IST, Lat: 24.30 N, Long: 94.26 E, Depth: 25 Km, Location: Tengnoupal, Manipur.
— National Center for Seismology (@NCS_Earthquake) June 10, 2024
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @KirenRijiju @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia @Indiametdept pic.twitter.com/x4zdY3CQ52