Car Crash : তীব্র গতিতে একের পর এক গাড়িতে ধাক্কা, গুজরাতে ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, ২ পুলিশ সহ ৯ জনের মৃত্যু
Gujarat Accident News : মর্মান্তিক দুর্ঘটনার মৃতদের পরিবারের জন্য ইতিমধ্যে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে গুজরাত সরকার।
আমদাবাদ : তীব্র গতিতে ছুটে এসে প্রথমে ডাম্পারের পিছনে ধাক্কা। তারপর এলাকা ছেড়ে পালাতে গিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা। গুজরাতের আমদাবাদের ইসকন ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা (Ahmedabad's ISKCON Flyover Accident)। রাতের অন্ধকারে ফ্লাইওভারে মর্মান্তিক দুর্ঘটনায় ২ জন পুলিশ সহ ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন। যার মধ্যে রয়েছে ঘাতক গাড়ির ড্রাইভারও।
বিভিন্ন সংবাদসংস্থা সূত্রে খবর, রাত ১ টা ১৫ নাগাদ দুর্ঘটনা ঘটেছে সরখেজ-গান্ধীনগর হাইওয়ের (Sarkhej-Gandhinagar (SG) Highway) আমদাবাদের ইসকন ফ্লাইওভারে। একটি এসইউভি গাড়ি প্রায় ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে প্রথমে একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে। তারপর দুর্ঘটনার অভিঘাত সামনে উঠেই পালাতে গিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারে। ২ পুলিশ সহ ৯ জনের মৃত্যু হয়েছে যে ঘটনা। দুর্ঘটনার পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে ইসকন ফ্লাইওভার।
এদিকে, মর্মান্তিক দুর্ঘটনার মৃতদের পরিবারের জন্য ইতিমধ্যে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে গুজরাত সরকার। পাশাপাশি গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল জানিয়েছেন, আহতদের প্রত্যেককে দেওয়া হয়ে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ।
#WATCH | Ahmedabad, Gujarat | An accident took place at the ISKCON flyover on Sarkhej-Gandhinagar (SG) highway. pic.twitter.com/r4r9ghl3VF
— ANI (@ANI) July 20, 2023
এদিকে, মহারাষ্ট্রের রায়গড় জেলার খালাপুর তহসিলের ইরশালওয়াদি গ্রাম মধ্যরাতে ভূমিধসে তলিয়ে যায়। মহারাষ্ট্র সরকারের তরফে জানান হয়েছে এখনও ধ্বংসস্তূপে ১২০ জনেরও বেশি লোক আটকে থাকার আশঙ্কা করছে তারা। মধ্যরাতে দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলছে যুদ্ধকালীন তৎপরতায়। এখন পর্যন্ত পাঁচ থেকে ছ' জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যু সংখ্যাও আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ধ্বংসস্তূপে ১২০ জনেরও বেশি লোক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ২৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন বিপর্যয় মোকাবিলা দলকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial