এক্সপ্লোর
একটা ভাইরাস এসেছিল, গোবর জল দিয়ে স্যানিটাইজ করছি! নাম না করে দিলীপকে কটাক্ষ অনুব্রতর
বার নাম না করে দিলীপ ঘোষকে ভাইরাস বলে আক্রমণ করলেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, বৃহস্পতিবার সিউড়িতে দিলীপ ঘোষের সভাস্থলে গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করল তৃণমূল।

সিউড়ি: ২০২১-এর বিধানসভা ভোটকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে সব দলই। এই আবহে তুঙ্গে রাজনৈতিক বাকবিতণ্ডা। কখনও তৃণমূল বিঁধছে বিজেপিকে। কখনও আবার বিজেপি আক্রমণ করছে তৃণমূলকে। এবার নাম না করে দিলীপ ঘোষকে ভাইরাস বলে আক্রমণ করলেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, বৃহস্পতিবার সিউড়িতে দিলীপ ঘোষের সভাস্থলে গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করল তৃণমূল। বুধবার সিউড়িতে সভা করেছিলেন দিলীপ ঘোষ। উড়ি জেলা স্কুল মাঠে সভা করে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই মাঠেই পাল্টা মিছিল করে এসে গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করল তৃণমূল। এরপরই নাম না করে ফের দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলার তৃণমূল সভাপতি বলেন, গতকাল একজন ভাইরাস এসেছিল। সেই ভাইরাস সভা করে যাওয়ার পর গোবর জল দিয়ে স্যানিটাইজ করছি। অনুব্রত মণ্ডলের বক্তব্য়ের পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। তাঁর কথায়, তৃণমূল জানে না অন্য দল সম্পর্কে কী ভাষা ব্যবহার করতে হয়। এদিন তিনি বলেন, অশালীন মন্তব্য ওদেরকেই মানায়। ওরা জানে না অন্য কোনও দল ও দলের নেতা সম্পর্কে কী ভাষা ব্যবহার করতে হয়। উল্লেখ্য়, বুধবার সিউড়িতে দিলীপ ঘোষের সভায় যাওয়ার পথে বোলপুরের শিমুলিয়ায় কর্মী-সমর্থকদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি। অভিযোগ তির তৃণমূলের দিকে। এই ঘটনায় ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ৫জনকে পুলিশ হেফাজত ও একজনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বোলপুর আদালত। দিলীপ ঘোষের সভার পাল্টা হিসেবে, এদিন বীরভূমের ৬টি পুর এলাকায় মিছিল করে তৃণমূল। বোলপুরে নেতৃত্ব দেন অনুব্রত মণ্ডল। রামপুরহাটে কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















