Aadhaar Card Benefits: আধার কার্ড দেখিয়ে ঋণ নিতে পারবেন, জানেন কীভাবে করতে হবে আবেদন ?
Aadhaar Card Benefits: এতদিন সাধারণত পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণ হিসাবে ব্যবহার হত আধার কার্ড। তবে পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে উপযোগিতা বেড়েছে আধার কার্ডের।
নয়াদিল্লি: আধার কার্ড (Aadhaar Card) মানে আর পরিচয়পত্র নয়। এবার থেকে এই কার্ড দেখিয়েই নিতে পারবেন ব্যক্তিগত ঋণ(Personal Loan)। তবে সেই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, আধারের তথ্য ভুল থাকলে পাবেন না কোনও টাকা।
এতদিন সাধারণত পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণ হিসাবে ব্যবহার হত আধার কার্ড। তবে পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে উপযোগিতা বেড়েছে আধার কার্ডের। এখন আর এই কার্ড কেবল প্লাস্টিকের নথিপত্র নয়। এবার থেকে আধার কার্ডের মাধ্যমেই পেতে পারেন ব্যক্তিগত ঋণ । সামান্য কিছু ধাপ পেরোলেই পেতে পারেন লক্ষ-লক্ষ টাকা। জানেন কি সেই ঋণ পাওয়ার আসল পথ?
কোনও আমানত জমা রাখতে হবে না ?
নিয়ম অনুসারে এই ব্যক্তিগত ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিকে কোনও ধরনের আমানত বা 'সিকিউরিটি মানি' জমা রাখতে হবে না। কেবল আধার কার্ড থাকলেই নেওয়া যাবে ঋণ। তবে সেই ক্ষেত্রে কার্ডে তথ্য ভুল প্রমাণিত হলে কোনওভাবেই ঋণ পাবেন না আপনি। তাই ঋণের আবেদনের আগে কার্ডের সবকিছু খতিয়ে দেখে নিতে হবে আপনাকে।
কারা নিতে পারবেন এই ঋণ ?
আধার কার্ডের মাধ্যমে ব্যক্তিগত ঋণ নিতে চাইলে ওই ব্যক্তির ন্যূনতম বয়স হতে হবে ২৩ বছর। এই ক্ষেত্রে ঋণগ্রহণকারী ব্যক্তির বয়স কোনওভাবেই ৬০ বছরের ঊর্ধ্বে হলে হবে না। বয়স বেশি হলে আবেদন গ্রহণ করবে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
কীভাবে ঋণ নিতে পারবেন আধার থেকে ?
সব ব্যাঙ্ক ব্যক্তিগত ঋণ দেওয়ার জন্য গ্রাহকের থেকে নির্দিষ্ট কিছু নথি চায়। এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথির মধ্যে পড়ে আধার ও প্যান কার্ড। এই দুই প্রামাণ্য নথি পাওয়ার পরই Know Your Customer(KYC)কেওয়াইসি প্রক্রিয়া শুরু করে ব্যাঙ্ক বা ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠান। সেই ক্ষেত্রেও আধার কার্ডকে সবথেকে বৈধ কেওয়াইসি নথি হিসেবে বিবেচনা করা হয়। তাই আপনি চাইলেই আধার কার্ডের মাধ্যমে ব্যাঙ্কে ব্যক্তিগত ঋণের জন্য অনলাইনে আবেদন করতে পারেন।
১ প্রথমে যে ব্যাঙ্ক থেকে আপনি ঋণ নিতে চান, তার অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপে যান। সেখানে ওয়েবসাইট বা অ্যাপে লগ ইন করতে হবে আপনাকে।
২ এখানে হোম পেজে আপনাকে ব্যক্তিগত লোন বা পার্সোনাল লোন সেকশনে ক্লিক করতে হবে।
৩ এই পর্যায়ে আপনার ব্যক্তিগত ঋণ নেওয়ার যোগ্যতা আছে কিনা তা প্রথমে জেনে নিতে হবে। যা ব্যাঙ্কের সাইটেই আপনি জেনে যাবে।
৪ একবার আপনার ঋণ নেওয়ার যোগ্যতা নিশ্চিত হলেই 'অ্যাপ্লাই' ট্যাবে ক্লিক করুন।
৫ এখানে আপনার থেকে ব্যক্তিগত তথ্য জানতে চাইবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যেখানে আপনার কাজ বা চাকরির বিষয়ে জিজ্ঞাসা করবে কর্তৃপক্ষ। আপনি চাকরি না করলে নিজের পেশার বিষয়ে জানাতে হবে ব্যাঙ্ককে।
৬ একবার এই তথ্যগুলি জমা হয়ে গেলে ব্যাঙ্ক থেকে আপনার কাছে জমা দেওয়া বিবরণ যাচাইয়ের জন্য ফোন আসবে।
৭ এবার আপনাকে নিজের আধার কার্ডের কপি আপলোড করতে বলবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
৮ যত তাড়াতাড়ি আপনার আধার কার্ডের যাচাই পর্ব সম্পন্ন হবে তত দ্রুত আপনার অ্যাকাউন্টে ব্যক্তিগত ঋণের টাকা ঢুকে যাবে।
আরও পড়ুন : Aadhar Card Update : Aadhaar-এর সঙ্গে PAN Card যোগের সময়সীমা বাড়ল, জেনে নিন শেষ তারিখ
আরও পড়ুন : UIDAI's Aadhaar Update:: এখনই সতর্ক হোন ! আধার কার্ড না থাকলে পাবেন না এই পরিষেবাগুলি
আরও পড়ুন : Aadhaar Card Update: রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই ডাউনলোড করতে পারবেন আধার কার্ড, জেনে নিন এই পদ্ধতি
আরও পড়ুন : Aadhaar Card Update: আধার কার্ডে 'উঠে যাচ্ছে' বাবা-স্বামীর নাম, সম্পর্কের বদলে থাকবে 'কেয়ার অফ'