এক্সপ্লোর
গুজরাট দাঙ্গায় গণধর্ষিতা বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে ফের রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গুজরাত সরকারের আইনজীবীর বক্তব্য ছিল, ক্ষতিপূরণের অর্থ অত্যন্ত বেশি, কমিয়ে ১০ লাখ করা হোক। কিন্তু তা মানতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট।
নয়াদিল্লি: ২০০২ গুজরাত দাঙ্গায় গণধর্ষণের শিকার হওয়া বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তাঁকে চাকরি ও একটি বাড়ি দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। এই সবই দিতে হবে ২ সপ্তাহের মধ্যে।
এ বছরের ২৩ এপ্রিল শীর্ষ আদালত বিলকিস বানোকে ক্ষতিপূরণ স্বরূপ ৫০ লাখ টাকা ও পুনর্বাসন দিতে গুজরাত সরকারকে নির্দেশ দেয়। ক্ষতিপূরণ না পেয়ে ফের শীর্ষ আদালতে যান বিলকিস। এবার আদালত বলেছে, ২ সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে।
গুজরাত সরকারের আইনজীবীর বক্তব্য ছিল, ক্ষতিপূরণের অর্থ অত্যন্ত বেশি, কমিয়ে ১০ লাখ করা হোক। কিন্তু তা মানতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। এর আগে রাজ্য সরকার ক্ষতিপূরণ হিসেবে ৬ লাখ টাকা দেয় বিলকিসকে।
গোধরা পরবর্তী দাঙ্গায় গণধর্ষণের শিকার হন ২১ বছরের বিলকিস। তাঁর ৩ বছরের মেয়েও খুন হয়ে যায় দাঙ্গায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement