এবিপি আনন্দ-সি ভোটার জনমত সমীক্ষা: এখনই লোকসভা ভোট হলে এনডিএ পেতে পারে ৩০০টি, ইউপিএ পেতে পারে ১১৬টি আসন, প্রধানমন্ত্রী পদে মোদিকে পছন্দ ৫৬ শতাংশের, রাহুলের পক্ষে ৩৬ শতাংশ
কলকাতা: কেন্দ্রে ক্ষমতায় প্রথম মেয়াদ প্রায় পূর্ণ করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার। আগামী বছর লোকসভা নির্বাচন। এই পাঁচ বছরে মোদি সরকারের পারফরম্যান্স নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে জনসাধারণের মনের মধ্যে। সেই সব প্রশ্নের উত্তর জনসাধারণের থেকেই পাওয়ার চেষ্টা করেছি আমরা। দেশে সাম্প্রতিক আলোড়ন ফেলা ঘটনাবলি নিয়ে জনমাসনের কাছে পৌঁছে গিয়েছিলাম আমরা। তাঁদের মতামত জানার চেষ্টা করেছি। আর সেই মতামত তুলে ধরা হল এবিপি আনন্দ-সি ভোটার জনমত সমীক্ষার তৃতীয় পর্যায়ের মাধ্যমে। যেমন দেশের প্রেক্ষিতে রাফাল-বিতর্ক, সিবিআই-এর গৃহযুদ্ধ, শবরীমালা, রামমন্দির বিতর্কের মতো বিষয়গুলি আলোড়ন ফেলেছে। এই প্রেক্ষিতে যদি এখন লোকসভা ভোট হয়, তাহলে কোন দল বাজিমাত করবে? কার দখলে যাবে কত আসন? দেশের রাজনৈতিক আবহাওয়া নিয়ে নিয়ে কী ভাবছেন দেশের মানুষ? কী আভাস উঠে আসছে সমীক্ষায় দেখে নেওয়া যাক-- এখনই লোকসভা ভোট হলে দেশে কার কটি আসন? এবিপি আনন্দ-সি ভোটার জনমত সমীক্ষা অনুযায়ী, এনডিএ পেতে পারে ৩০০টি আসন। ইউপিএ পেতে পারে ১১৬টি এবং অন্যান্যরা পেতে পারে ১২৭টি আসন। এখনই লোকসভা ভোট হলে বিজেপি ও কংগ্রেসের সম্ভাব্য আসন কটা? এবিপি আনন্দ-সি ভোটার জনমত সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ২৭০টি আসন। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৮৯টি। এখনই লোকসভা ভোট হলে দেশে কার কত শতাংশ ভোট? এবিপি আনন্দ-সি ভোটার জনমত সমীক্ষা অনুযায়ী, এনডিএ পেতে পারে ৩৮ শতাংশ ভোট। ইউপিএ পেতে পারে ২৬ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ৩৬% শতাংশ ভোট। উত্তরপ্রদেশে মহাজোট হলে দেশে কার কটি আসন? এবিপি আনন্দ-সি ভোটার জনমত সমীক্ষা অনুযায়ী, এনডিএ পেতে পারে ২৬১টি আসন। ইউপিএ পেতে পারে ১১৯টি এবং অন্যান্যরা পেতে পারে ১৬৩টি আসন। নরেন্দ্র মোদি না রাহুল গাঁধী? প্রধানমন্ত্রী পদে পছন্দ কাকে? এবিপি আনন্দ-সি ভোটার জনমত সমীক্ষা অনুযায়ী, ৫৬ শতাংশ মানুষ পছন্দ করেছেন মোদিকে। ৩৬ শতাংশ মানুষের পছন্দ রাহুল। আর দুজনের কাউকেই নয় বলে জানিয়েছেন ৮ শতাংশ।