মৃত্যু হল গঙ্গা বাঁচাতে আমরণ অনশন করা পরিবেশ-প্রেমী জি ডি অগ্রবালের
ঋষিকেশ: মৃত্যু হল গঙ্গা সাফাই ইস্যুতে আমরণ অনশনে বসা পরিবেশ-প্রেমী জি ডি অগ্রবাল। বৃহস্পতিবার, ঋষিকেশের এইমসে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। গত ১৫ জুন থেকে তিনি আমরণ অনশনে ছিলেন। শারীরিক অবস্থর অবনতি হওয়ায় তাঁকে গত ৯ অক্টোবর অনশন স্থল থেকেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন দুপুর ২টো নাগাদ তাঁরা মৃত্যু হয়। গঙ্গা সাফাই নিয়ে কেন্দ্রের নেওয়া পদক্ষেপের কার্যকরহীনতা ও ব্যর্থতা নিয়ে অসন্তুষ্ট ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অউ টেকনোলজি (আইআইটি)-র প্রাক্তন অধ্যাপক অগ্রবাল। পাশাপাশি, গঙ্গার ওপর বিভিন্ন বাঁধ, ব্যারেজ ও নালা তৈরিরও তীব্র বিরোধী ছিলেন তিনি। তাঁর দাবি ছিল, এর ফলে, নদীর জলের গুণমান ও স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হবে। প্রসঙ্গত, দীর্ঘদিন কেন্দ্র দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সচিব পদে কর্মরত ছিলেন অগ্রবাল। পরিবেশ-সংক্রান্ত আইন প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।