এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
গোয়ায় অ্যাকাউন্ট্যান্ট পদে চাকরির পরীক্ষায় সফল হলেন না আট হাজার প্রার্থীর একজনও
পানাজি: গোয়া সরকারের ৮০ টি অ্যাকাউন্ট্যান্ট পদে চাকরির পরীক্ষায় বসেছিলেন প্রায় আট হাজার প্রার্থী। কিন্তু তাঁদের কেউই পরীক্ষায় পাস করতে পারেননি। প্রার্থীদের সবাই স্নাতক। কিন্তু তাঁদের কেউই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ১০০ নম্বরের পরীক্ষায় ন্যূনতম ৫০ নম্বর পাননি। নামপ্রকাশে অনিচ্ছুক গোয়া সরকারের এক পদস্থ আধিকারিক এ কথা জানিয়েছেন।
গোয়ার ডিরেক্টরেট অফ অ্যাকাউন্টস গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ৭ জানুয়ারির প্রাথমিক নিয়োগ পরীক্ষায় যে প্রার্থীরা বসেছিলেন, তাঁদের কেউই উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম নম্বর পাননি।
ডিরেক্টরেট অফ অ্যাকাউন্টস গত বছরের অক্টোবরে ৮০ জন অ্যাকাউন্ট্যান্ট নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছিল।
পাঁচ ঘন্টার পরীক্ষায় ছিল ১০০ নম্বরের ইংরেজি, সাধারণ জ্ঞান ও অ্যাকাউন্টস সংক্রান্ত প্রশ্ন।
ওই পরীক্ষায় সফল হলে চূড়ান্ত বাছাইয়ের আগে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকার কথা ছিল।
এদিকে, এই পরীক্ষায় প্রার্থীদের ব্যর্থতা নিয়ে সরব হয়েছেন গোয়ার আম আদমি পার্টির সাধারণ সম্পাদক প্রদীপ পাডগাঁওকর। তিনি পরীক্ষার ফলাফল ঘোষণায় বিলম্বের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, আট হাজার প্রার্থীর ব্যর্থ হওয়ার বিষয়টি রাজ্যের শিক্ষাব্যবস্থার বেহাল দশার কথাই তুলে ধরেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ফুটবল
Advertisement