এক্সপ্লোর
অরুণাচলে বিধানসভা নির্বাচনে ১৩১ জন প্রার্থী কোটিপতি, সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী পেমা খান্ডু
সবচেয়ে ধনী প্রার্থী অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তাঁর ঘোষিত সম্পত্তি ১৬৩ কোটি টাকারও বেশি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্ট থেকে এমনই জানা গিয়েছে।

ইটানগর: অরুণাচল প্রদেশে লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে বৃহস্পতিবার। এই নির্বাচনে ১৮৪ জন প্রার্থীর মধ্যে ১৩১ জনই কোটিপতি। সবচেয়ে ধনী প্রার্থী মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তাঁর ঘোষিত সম্পত্তি ১৬৩ কোটি টাকারও বেশি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্ট থেকে এমনই জানা গিয়েছে। ২০১৬ সালে কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া খান্ডুর ঘোষিত অস্থাবর সম্পত্তির পরিমাণ ১,৪৩,৮২,৭৮৬। তাঁর অস্থাবর সম্পত্তি ১৯,৬২,৭৫,৩৫৬। ধনী প্রার্থীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস নেতা লোম্বো তাইংয়ের ঘোষিত সম্পত্তি ১৪৮ কোটি টাকারও বেশি। ৬৭ জন প্রার্থীর ঘোষিত সম্পত্তি পাঁচ কোটি টাকারও বেশি। ৪৪ জন প্রার্থীর ঘোষিত সম্পত্তি ২ থেকে ৫ কোটি টাকা। প্রার্থীদের গড় সম্পত্তি ৯.৮৬ কোটি টাকার। বিজেপি প্রার্থীদের মধ্যে ৫৪ জন (৯০ শতাংশ) কোটিপতি। কংগ্রেসের ৩০ জন এবং ন্যাশনাল পিপল’স পার্টির ১১ জন কোটিপতি। ১১ জন নির্দল প্রার্থীর মধ্যে পাঁচজনের ঘোষিত সম্পত্তি এক কোটি টাকার বেশি। একজন কংগ্রেস সাংসদ জানিয়েছেন, তাঁর সম্পত্তির পরিমাণ শূন্য। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্টে আরও জানা গিয়েছে, ১০৮ জন প্রার্থী স্নাতক। ৬৮ জন পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। পাঁচজন প্রার্থী নিরক্ষর। ৩৫ জন প্রার্থীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















