এক্সপ্লোর
রাস্তা জবরদখলমুক্ত, দেওয়ালে আঁকা হয়েছে ছবি, ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে সেজে উঠেছে আগরা
তাজমহলে ঘণ্টাখানেক কাটানোর পর নয়াদিল্লি যাবেন ট্রাম্প ও তাঁর সঙ্গীরা।
আগরা: আগামীকাল আমদাবাদ থেকে আগরা যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তাজমহল পরিদর্শন করবেন। তাঁর এই সফর উপলক্ষে নতুন চেহারায় সাজিয়ে তোলা হয়েছে শহর। রাস্তাঘাট জবরদখলমুক্ত করে চওড়া করা হয়েছে। রাস্তার পাশে দেওয়ালগুলিতে ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ, ফুলের ছবি আঁকা হয়েছে। নির্মীয়মান বাড়িগুলি থেকে মোদি ও ট্রাম্পের পোস্টার, কাটআউট ঝোলানো হয়েছে। স্থানীয় প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, ব্রিজ সংস্কৃতি ও আগরার ঐতিহ্যের কথা মাথায় রেখেই শহরকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। ভিক্টোরিয়ান আমলের ধাঁচে রাস্তার আলো লাগানো হয়েছে, তাজমহলের লনে বিশেষ ফুল লাগানো হয়েছে।
এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ‘আগামীকাল বিকেল সাড়ে চারটে নাগাদ খেরিয়া বিমানবন্দরে পৌঁছনোর কথা ট্রাম্পের। তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরে থাকবেন শতাধিক শিল্পী। ‘ময়ূর নৃত্য’-র মাধ্যমে ট্রাম্পকে স্বাগত জানানো হবে। বিমানবন্দর থেকে তাজমহল পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তায় কয়েকশো শিল্পী বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করবেন। ট্রাম্পের এই সফর ঘিরে আগরার নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।’
ট্রাম্পের প্রথম ভারত সফরে তাঁর সঙ্গে থাকছেন স্ত্রী মেলানিয়া, মেয়ে ইভাঙ্কা, জামাই জারেড কাশনার। এছাড়া মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারাও আসছেন। তাজমহলে ঘণ্টাখানেক কাটানোর পর নয়াদিল্লি যাবেন ট্রাম্প ও তাঁর সঙ্গীরা। তাঁরা নয়াদিল্লিতে রাত্রিবাস করবেন।
আগরা জোনের অতিরিক্ত ডিজিপি এ সতীশ গণেশ জানিয়েছেন, ‘ট্রাম্পের নিরাপত্তায় থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ও এনএসজি গার্ডরা। এছাড়া প্রচুর পরিমাণে পুলিশকর্মীও মোতায়েন করা হচ্ছে। বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে। শহরের নিরাপত্তায় থাকছেন পুলিশ ও আধাসেনা জওয়ানরা।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement