LPG Price Hike: বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ল ১০২.৫০ টাকা
LPG Price: গত মাসে ২৫০ টাকা বাড়ানো হয় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। বাড়ানো হয় প্রাকৃতিক গ্যাসের দামও। ফের আজ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হল।
![LPG Price Hike: বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ল ১০২.৫০ টাকা Commercial Gas LPG Cylinder Price 19kg hiked to Rs 2355, 5kg LPG cylinder priced Rs 655 now LPG Price Hike: বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ল ১০২.৫০ টাকা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/01/4c357c36dbbe9f1d1b5d23a0d2d161ed_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের (Commercial LPG Cylinder) দাম। ১৯ কেজি ও ৫ কেজি সিলিন্ডারের দাম বাড়ল। দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ২,২৫৩ টাকা থেকে বেড়ে হল ২,৩৫৫.৫০ টাকা।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ১০২.৫০ টাকা বেড়েছে। পাঁচ কেজির সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৬৫৫ টাকা।
উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোটের আবহে পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম চরমে ওঠে। কিন্তু তারপরও ভারতে পেট্রোপণ্যের দাম বাড়ানো হয়নি। তখনই বিরোধীরা প্রশ্ন তুলেছিল, তাহলে কি ভোট আছে বলেই দাম বাড়ানো হচ্ছে না? ভোট মিটে গেলেই ফের পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়ানো শুরু হবে? ১০ মার্চ পাঁচ রাজ্যের ভোটের ফল বের হয়। আর ফল বেরোনোর ঠিক ১১ দিনের মাথা থেকে লাগাতার বাড়তে শুরু করে দাম।
আজ ‘উজ্জ্বলা দিবস’
এরই মধ্যে আজ ‘উজ্জ্বলা দিবস’ পালন করা হচ্ছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো সংস্থাগুলি দেশজুড়ে পাঁচ হাজারেরও বেশি ‘এলপিজি পঞ্চায়েত’ আয়োজন করেছে। এই অনুষ্ঠানে একে অপরের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি স্থায়ী ও সুরক্ষিতভাবে এলপিজি ব্যবহারের বিষয়ে মানুষকে সচেতন করার চেষ্টা হচ্ছে। গ্রাহকদের যত বেশি সম্ভব নথিভুক্ত করারও চেষ্টা চলছে।
আজ বিভিন্ন অনুষ্ঠান
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এলপিজি পঞ্চায়েত’ ছাড়াও ‘উজ্জ্বলা ২.০’ প্রকল্পের আওতায় রান্নার গ্যাসের নতুন সংযোগ দেওয়া, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় নতুন সংযোজনগুলির বিষয়ে মানুষকে বোঝানো, কেওয়াইসি ফর্ম সংগ্রহ করা, বিনামূল্যে হট প্লেট সার্ভিস ক্য়াম্প আয়োজন, সেফটি ক্লিনিক আয়োজন, উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের সংযোগ পাওয়া ব্যক্তিদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
আজ অসমের ডিব্রুগড়ে ‘উজ্জ্বলা দিবস’-এর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রমেশ্বর তেলির। এই অনুষ্ঠান থেকেই তিনি দারিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলির হাতে নতুন রান্নার গ্যাসের সংযোগ তুলে দেবেন বলে জানা গিয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)