এক্সপ্লোর
অখিলেশকে ‘বাধা’: ‘তথাকথিত বিজেপি নেতাদের ঔদ্ধত্যের’ নিন্দা, দেশে গণতন্ত্র কোথায়? ট্যুইট মমতার
![অখিলেশকে ‘বাধা’: ‘তথাকথিত বিজেপি নেতাদের ঔদ্ধত্যের’ নিন্দা, দেশে গণতন্ত্র কোথায়? ট্যুইট মমতার Condemn arrogant attitude of so-called BJP leaders: Mamata as Akhilesh Yadav is stopped at airport অখিলেশকে ‘বাধা’: ‘তথাকথিত বিজেপি নেতাদের ঔদ্ধত্যের’ নিন্দা, দেশে গণতন্ত্র কোথায়? ট্যুইট মমতার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/12/10212235/mamata.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সমাজবাদী পার্টি (সপা) সভাপতি অখিলেশ যাদবকে ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে লখনউয়ের চৌধুরি চরণ সিংহ বিমানবন্দরে বাধাদানের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি ট্যুইট করেছেন, তথাকথিত বিজেপি নেতাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্যই এমন হল।
এলাহাবাদ যাওয়ার পথে লখনউ বিমানবন্দরে অখিলেশকে আটকে দেওয়ার খবরে বিরোধী শিবিরের নেতারা ক্ষুব্ধ।
শুধু অখিলেশই নন, সোমবার গুজরাতের দলিত বিধায়ক জিগনেশ মেভানিকেও তাঁর নিজের কলেজের অনুষ্ঠানে ডাকা নিয়ে সমস্যা হয়। কলেজের ট্রাস্টিদের ফোন করে তাঁকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণের সিদ্ধান্তের বিরোধিতা করেন কেউ কেউ। শেষ পর্যন্ত কলেজের অ্যানুয়াল ডে-র অনুষ্ঠানই বাতিল করতে হয়।
I've already spoken to @yadavakhilesh. We all condemn the arrogant attitude of the so-called #BJP ‘leaders’ who didn't allow Akhilesh to address the students. Even @jigneshmevani80 was not allowed. Where is the democracy in our country? And they are giving lessons to everybody!
— Mamata Banerjee (@MamataOfficial) February 12, 2019
মুখ্যমন্ত্রী দুটি ঘটনারই তীব্র নিন্দা করে ট্যুইট করেন, অখিলেশ যাদবের সঙ্গে কথা বলেছি। আমরা সবাই তথাকথিত বিজেপি নেতাদের ঔদ্ধত্যপূর্ণ মনোভাবের নিন্দা করছি, যাঁরা অখিলেশকে ছাত্রদের সভায় বলতে দেননি। এমনকি জিগনেশ মেভানিও নিস্তার পায়নি। দেশে কোথায় গণতন্ত্র? আর ওরা সবাইকে জ্ঞান দিচ্ছে!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)