Coronavirus Cases Today:দৈনিক আক্রান্তের সংখ্যা ৭০ দিনে সর্বনিম্ন হলেও মৃতের সংখ্যা ফের চার হাজার
গত ২৪ ঘণ্টায় সংক্রমিতর সংখ্যা গত ৭০ দিনে সর্বনিম্ন। গত ৫ দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষের নীচে রয়েছে।
নয়াদিল্লি: দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ফের চারহাজারের ওপর। তবে ৭০ দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা সবথেকে কম। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৩২ জন। একদিনে মৃত্যুর সংখ্যা ৪ হাজার ২। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৩ লক্ষ ৫৯ হাজার ১৫৫। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৬৭ হাজার ৮১ জনের।
অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে ১০ লক্ষ ৮০ হাজার ৬৯০। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৭৯ লক্ষ ১১ হাজার ৩৮৪ জন।
দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ৬৩ দিন পর ১১ লক্ষের নিচে নেমেছে। এখন এই সংখ্যা ১০,৮০,৬৯০। গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমেছে ৪০,৯৮১।
গত ৩০ দিন ধরে আক্রান্তর সংখ্যার থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি রয়েছে। রিকভারি রেট বেড়ে হয়েছে ৯৫.০৭ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ৫ শতাংশের কম। এখন এই হার ৪.৯৪ শতাংশ। গত ১৯ দিন ধরে এই হার ১০ শতাংশের নিচে রয়েছে।
এখনও পর্যন্ত ৩৭.৬২ কোটি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশজুড়ে টিকাকরণ অভিযানে এখনও পর্যন্ত ২৪.৯৬ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে।
এরইমধ্যে মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২০০০-এর বেশি হল। অন্যদিকে, দৈনিক সংক্রমণের সংখ্যা পরপর দুদিন ১১ হাজারের বেশি রয়েছে বলে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা শুক্রবার জানিয়েছেন। বৃহস্পতিবার রাজ্যের মৃতের সংখ্যা ছিল ১,৯১৫। শুক্রবার রাজ্যে ২,৬১৯ জনের মৃত্যুর খবর জানানো হয়। এরমধ্যে যোগ হয়েছে আগের ২,২১৩ জনের মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা গতদিনের ১২,২০৭ থেকে কমে হয় ১১,৭৬৬। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫৮,৮৭,৮৫৩।মুম্বইতে এই নিয়ে পরপর ১৫ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা এক হাজারের নিচে রয়েছে। তবে গত বৃহস্পতিবার এই সংখ্যা ৬৫৫ থেকে বেড়ে হয় ৭২০। সব মিলিয়ে মুম্বইয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ৭,১৪,২১৬। মৃতের সংখ্যাও বৃহস্পতিবার আগের দিনের ২২ থেকে বেড়ে হয় ২৪।