এক্সপ্লোর
করোনাভাইরাস: আমদাবাদে মৃত্যু ৮৫-বছর বয়সী করোনা-আক্রান্ত বৃদ্ধার, দেশে মৃতের সংখ্যা ১১
৮৫ বছরের ওই বৃদ্ধা সম্প্রতি মদিনাতে গিয়েছিলেন।

আমদাবাদ: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন গুজরাতের আমদাবাদের এক বৃদ্ধা। সংবাদসংস্থা সূত্রে খবর, ৮৫ বছরের ওই বৃদ্ধা সম্প্রতি মদিনাতে গিয়েছিলেন। সেখান থেকে কিছুদিন আগেই ফেরেন। তাঁর নমুনা পজিটিভ আসার পর বৃদ্ধাকে আমদাবাদ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। এই নিয়ে দেশে মোট করোনা-মৃত্যুর সংখ্যা হল ১১। গুজরাতে দ্বিতীয় করোনা-আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে, সুরাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। গুজরাতে এখনও পর্যন্ত ৩৯ জন পজিটিভ হয়েছেন। গোটা দেশে সেই সংখ্যাটি ৫৬২।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















