এক্সপ্লোর
উন্নাও: নির্যাতিতার বাবাকে খুনের অভিযোগে সেঙ্গার সহ ১০ জনের বিরুদ্ধে চার্জ গঠন দিল্লির আদালতের
নির্যাতিতার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং খুনে অভিযুক্ত উত্তরপ্রদেশের তিন পুলিশকর্মীর জামিনও খারিজ করে দিয়েছে আদালত।

নয়াদিল্লি: বিচারবিভাগীয় হেফাজতে উন্নাওয়ের নির্যাতিতার বাবাকে খুনের অভিযোগে বিজেপি-র বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সেঙ্গার সহ ১০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল দিল্লির আদালত। বিচারপতি ধর্মেশ শর্মা জানিয়েছেন, সেঙ্গারদের বিরুদ্ধে নির্যাতিতার বাবাকে মারধরের অভিযোগ রয়েছে। সেঙ্গারের বিরুদ্ধে গত বছর অস্ত্র আইনেও মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং খুনে অভিযুক্ত উত্তরপ্রদেশের তিন পুলিশকর্মীর জামিনও খারিজ করে দিয়েছে আদালত। অন্যদিকে, আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে, উন্নাওয়ের নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে যে ২০টি মামলা দায়ের করা হয়েছে, সেগুলির বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করা হবে না। বিচারপতি দীপক গুপ্ত বিচারপতি বি আর গবাইয়ের বেঞ্চ বলেছে, আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করতে নারাজ। বিচারপতিরা আরও জানিয়েছেন, সুপ্রিম কোর্টে উন্নাও মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















