এক্সপ্লোর
Advertisement
ঢুকেছে ৪ জৈশ জঙ্গি, দিল্লি জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ
জানা গিয়েছে, গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে, কাশ্মীরে বসে জৈশ ই মহম্মদ পান্ডা আবু উসমান তার সঙ্গীদের দিল্লিতে বিরাট বিস্ফোরণের নির্দেশ দিয়েছে।
নয়াদিল্লি: জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা সংশোধনের পর দিল্লিতে জঙ্গি হানার ছক কষছে জৈশ ই মহম্মদ। অত্যাধুনিক অস্ত্র সহ ৪ জৈশ জঙ্গি ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছে গিয়েছে বলে খবর। তাদের সন্ধানে দিল্লি পুলিশের বিশেষ সেল শহরের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি করেছে।
জানা গিয়েছে, গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে, কাশ্মীরে বসে জৈশ ই মহম্মদ পান্ডা আবু উসমান তার সঙ্গীদের দিল্লিতে বিরাট বিস্ফোরণের নির্দেশ দিয়েছে। এরপরই সীমালমপুর, জামিয়ানগর ও পাহাড়গঞ্জ সহ শহরের ৯টি জায়গায় তল্লাশি করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল। তাদের হাতে এসেছে বেশ কিছু গোপন তথ্য।
দিল্লিতে বিস্ফোরণের এই ছক পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মস্তিষ্কপ্রসূত বলে খবর। রাজধানীতে ঢুকে পড়া ৪ জঙ্গি আত্মঘাতী হামলাও চালাতে পারে। এই হামলার জন্য আইএসআই বেশ কয়েকটি কুখ্যাত জঙ্গি গোষ্ঠীর সাহায্য নিয়েছে, এদের মধ্যে রয়েছে আল উমর মুজাহিদিন গোষ্ঠী। এদের পান্ডা মুসতাক আহমেদ জারগর জুন মানে অনন্তনাগে জঙ্গি হামলা করিয়েছিল। তাতে সিআরপিএফের ৫ জওয়ানের প্রাণহানি ঘটে। গোয়েন্দারা জানিয়েছেন, জারগর জম্মু কাশ্মীরের পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীর থেকে তরুণদের সামিল করাচ্ছে তার দলে। হামলার জন্য জৈশ ও লস্কর ই তৈবা জঙ্গিরা ইতিমধ্যেই ভারতে ঢুকে পড়েছে।
এই তথ্য হাতে আসতেই দিল্লি পুলিশ সবকটা জেলায় পুলিশকে অ্যালার্ট করেছে। এলাকার সমস্ত সাইবার কাফে, পুরনো গাড়ির ডিলার, রাসায়নিকের দোকান, হোটেল ও অতিথিশালায় চলছে তল্লাশি। পুলিশের কাছে খবর, আইএসআই মানব বোমা বা বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ভিড়ে ঠাসা জায়গায় হামলা করতে পারে, ছুঁড়তে পারে গ্রেনেডও। আমেরিকাও জানিয়েছে, কাশ্মীর ইস্যুতে জঙ্গিরা ভারতে হামলা করতে পারে। তাদের বক্তব্য, যদি পাকিস্তান এই জঙ্গিদের কবজায় আনতে পারে তবে এই হামলা রোখা সম্ভব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement