Dilip Ghosh: যাঁরা বড় বড় কথা বলছেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে নেতা হয়েছেন: দিলীপ ঘোষ
Digha Jagannath Temple: মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ যাওয়ার পর থেকেই ক্ষুব্ধ বঙ্গ বিজেপির একাংশ।

অর্ণব মুখোপাধ্যায়, দিঘা: মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে একের পর এক কটাক্ষ। কড়া ভাষায় তাঁর জবাব দিলেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা বলেন, "যাঁরা বড় বড় কথা বলছেন তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে নেতা হয়েছেন।''
মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ যাওয়ার পর থেকেই ক্ষুব্ধ বঙ্গ বিজেপির একাংশ। গতকাল এই সাক্ষাতের কয়েক ঘণ্টার মধ্যেই মেদিনীপুরে দিলীপ ঘোষের বিরুদ্ধে ওঠে স্লোগান। মেদিনীপুর শহরে বিজেপি কার্যালয়ের সামনে তাঁর ছবিতে জুতো ঝুলিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আর এদিন কোলাঘাটে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতা। দিলীপের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এমনকী চা চক্রে গো ব্যাক স্লোগান। 'তৃণমূলের দালাল' লেখা পোস্টার দেখা যায়। যদিও এসবে আমল না দিয়ে ফের মর্নিক ওয়াকে স্বমহিমায় জবাব দেন দিলীপ ঘোষ। এদিন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, "বড় বড় কথা কারা বলছেন, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে নেতা হয়েছেন। আরও বড় কথা বলছেন অনেকে, চরিত্রের কথা বলছেন। যাঁরা কালীঘাটে উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছেন। আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে। তাঁরা দিলীপ ঘোষকে চারিত্রিক শংসাপত্র দিচ্ছেন। দিলীপ ঘোষকে ত্যাগী, ভোগী বলছেন। আহাম্মক। মানুষ জানে দিলীপ ঘোষ কী। আমার মন এবং মুখ এক। তাতে যদি কারও কষ্ট হয় কিছু করার নেই। যাঁরা কোনওদিন পার্টির জন্য কিছু করেননি তাঁরা বুঝবেন না, দিলীপ ঘোষ কী, বিজেপি কী।''
দিঘায় মুখ্যমন্ত্রীর পাশে হাসিমুখে সস্ত্রীক দিলীপ ঘোষের বসে থাকার ছবি সামনে এসেছে গতকালই। আর এই ছবি নিয়েই বঙ্গ রাজনীতিতে ঝড় উঠেছে। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে জগন্নাথধাম দর্শনে গিয়ে দলের একাংশের তোপের মুখে পড়েছেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার প্রাক্তন রাজ্য সভাপতিকে ঘিরে বিজেপি কর্মী, সমর্থকরাও ক্ষোভে ফেটে পড়েন। এপ্রসঙ্গে গতকাল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "দিলীপদা যাবেন কি না, এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। ওঁকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। দল সমর্থন করে না। দল মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপর ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে উপেক্ষা করা। সেজন্য আমরা দল থেকে সিদ্ধান্ত নিয়েছি ওখানে যাব না।''






















