এক্সপ্লোর
Advertisement
মহাষ্টমীর অঞ্জলি কেন অন্যান্য দিনের থেকে আলাদা? এবার কখন তিথি?
ভোর ভোর উঠতে না পারলে মহাষ্টমীর অঞ্জলি দেওয়া ফসকে যেতে পারে।
কলকাতা: মহাষ্টমী মানেই সকালবেলা স্নান সেরে নতুন জামা কাপড় পরে মণ্ডপে গিয়ে হাজিরা। তারপর দুহাত ভোরে ফুল নিয়ে মায়ের কাছে পুষ্পাঞ্জলি।তবে এইবছর অনেকেই হয়ত বাড়ি থেকেই দেবীকে অঞ্জলি দেবেন। কিংবা পুজো দেবেন ভার্চুয়ালি। তবে সময়টা তো মেনে চলতে হবে।
ভোর ভোর উঠতে না পারলে মহাষ্টমীর অঞ্জলি দেওয়া ফসকে যেতে পারে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ২৪ অক্টোবর মহাষ্টমী তিথি থাকছে সকাল ৬ টা ৫৯ মিনিট পর্যন্ত। অষ্টমীর শেষ ২৪ মিনিট এবং নবমীর প্রথম ২৪ মিনিটে সন্ধি পুজোর আয়োজন। তাই সকাল ৬:৩৫ থেকে ৭:২৩ পর্যন্ত সন্ধি পুজোর সময়। সেইজন্য মহাষ্টমীর পুজো সেরে ফেলতে হবে সকাল সাড়ে ৬ টার আগেই। তাই এবার মহাষ্টমীর অঞ্জলি দিতে ঘুম থেকে উঠতে হবে খুব ভোরে।
তবে গুপ্তপ্রেস পঞ্জিকা মতে মহাষ্টমীর জন্য আরও কিছুটা বাড়তি সময় পাওয়া যাবে। তাদের মতে অষ্টমী তিথি থাকছে সকাল ১১:২২ মিনিট পর্যন্ত। তাই সন্ধি পুজো শুরু হবে ১০:৫৮ মিনিটে। চলবে ১১:৪৬ মিনিট পর্যন্ত।
পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণানবমী তিথিতে দেবতাদের তেজ ক্রমশ পুঞ্জীভূত হতে শুরু করে। সপ্তমী তিথিতে সেই পুঞ্জিভূত তেজরাশি অবয়ব ধারণ করে। তাই সপ্তমী থেকে দেবীর মূর্তিতে পুজো শুরু হয়। মহাষ্টমী তিথিতে দেবতারা দুর্গাকে নানান অস্ত্র, রত্ন হার, পদ্মের মালা দিয়ে সাজিয়ে তোলেন। যেহেতু মহাষ্টমীতে দেবী দুর্গাকে দেবতারা সাজিয়ে দিয়েছিলেন তাই ওই দিন আমরাও মা দুর্গাকে সাজিয়ে দেবার চেষ্টা করি। সবচেয়ে উৎকৃষ্ট জিনিস দিয়ে সেদিন পুজো করা হয়। আমরা নিজেরাও সেরা বস্ত্রটি পরে মায়ের কাছে গিয়ে ফুল দিয়ে অঞ্জলি দিই। তাই মহাষ্টমীর অঞ্জলি বিশেষ গুরুত্বপূর্ণ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement