এক্সপ্লোর
Advertisement
শান্তিপূর্ণ পথে সীমান্ত বিরোধ মেটাতে চিনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবের পর জানিয়ে দিল ভারত
গতকাল মার্কিন প্রেসিডেন্ট ট্যুইট করেন, তাঁরা ভারত, চিনের সীমান্ত বিরোধ মেটাতে চান। তিনি লেখেন, ভারত ও চিন-উভয়কেই আমরা জানিয়েছি, আমেরিকা এখন তাদের মধ্যে যে সীমান্ত সংঘাতের পারদ চড়ছে, তার নিরসন ঘটাতে তৈরি, আগ্রহী, সক্ষম।
নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের ভারত, চিনের সীমান্ত বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব নিয়ে সরাসরি প্রতিক্রিয়া না দিয়ে নয়াদিল্লি জানিয়ে দিল, চিনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব সম্পর্কে অনলাইনে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হলে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, শান্তিপূর্ণ উপায়ে বিষয়টি মিটিয়ে নিতে চিনা পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি আমরা। চিনও গতকাল জানায়, সীমান্তে স্বাভাবিক পরিস্থিতি, স্থিতাবস্থা রয়েছে।
সাম্প্রতিক অতীতে ডোকালামে ভারত ও চিনের সেনাবাহিনী পরস্পরের মুখোমুখি সংঘাতের মেজাজে দাঁড়িয়েছিল ৭০ দিনের ওপর। দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনার পারদ কয়েক গুণ বেড়েছিল এতে। শেষ পর্যন্ত যদিও সমঝোতার রাস্তায় হেঁটে দুদেশই ডোকালাম থেকে সেনা সরিয়ে নেয়। তারপর মুখোমুখি বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। তাঁদের আলোচনায় বিরোধ মিটিয়ে ফেলার সুরই ফুটে উঠেছিল। যদিও এবার লাদাখে উত্তেজনা ছড়িয়েছে ভারত, চিনের সেনাবাহিনীর সংঘাতের খবর ঘিরে। কিছুদিন আগে অরুণাচল প্রদেশে হাতাহাতি, ধাক্কাধাক্কি অবধি গড়ায় দুই বাহিনীর বিরোধ।
এই আবহেই গতকাল মার্কিন প্রেসিডেন্ট ট্যুইট করেন, তাঁরা ভারত, চিনের সীমান্ত বিরোধ মেটাতে চান। তিনি লেখেন, ভারত ও চিন-উভয়কেই আমরা জানিয়েছি, আমেরিকা এখন তাদের মধ্যে যে সীমান্ত সংঘাতের পারদ চড়ছে, তার নিরসন ঘটাতে তৈরি, আগ্রহী, সক্ষম।
অতীতে ভারত, পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যু সমাধানেও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। পাকিস্তান স্বাগত জানালেও ভারত তা খারিজ করে দেয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement