এক্সপ্লোর
সঠিক চিত্রনাট্য পেলে ফিরবেন বলিউডে, জানালেন সুস্মিতা

কলকাতা: সিনেমায় ফিরতে চান সুস্মিতা সেন। এ জন্য সঠিক চিত্রনাট্যের অপেক্ষা করছেন তিনি, শিগগিরই প্রযোজকের ভূমিকাতেও তাঁকে দেখা যেতে পারে। ডিজাইনার আশিস এন সোনির হয়ে র্যাম্পে হাঁটলেন সুস্মিতা। বলেন, সিনেমার ক্যামেরার মাধ্যমে হওয়ার বদলে তিনি পেশাদার মডেল হিসেবে জনতার সঙ্গে সরাসরি যোগাযোগে আগ্রহী। অল্প বয়স থেকে তিনি ফ্যাশন শো করে আসছেন, এ ধরনের অনুষ্ঠানে জনতার মুখোমুখি হতে তিনি সব থেকে বেশি স্বচ্ছন্দ। সির্ফ তুম, বিবি নাম্বার ওয়ান ও ম্যায় হুঁ না-র মত সুপার হিট ছবি দেওয়ার পরেও বলিউড থেকে কার্যত হারিয়ে গিয়েছেন এই প্রাক্তন বিশ্বসুন্দরী। কিন্তু সে জন্য উদ্বিগ্ন নন সুস্মিতা, বলেছেন, সঠিক ছবির জন্য অপেক্ষা করছেন তিনি। একটি ছবিতে তাঁর কাজের কথা সম্পূর্ণ হয়ে যায় কিন্তু ছবিটিই শেষ পর্যন্ত হয়নি, তবে অবশ্যই সে জন্য তিনি দায়ী নন। দেখা যাক, ঈশ্বর নিশ্চয় তাঁর জন্য ভাল কিছু ভেবেছেন। ৪৩ বছর বয়সী সুস্মিতা জানিয়েছেন, ছবি প্রযোজনার কথা ভাবছেন তিনি, তবে প্রযোজনা আর অভিনয় এক সঙ্গে হবে না। বলিউডে এখন অসাধারণ সব ছবি হচ্ছে, তিনি প্রযোজনা করতেই পারেন, তবে তাতে অভিনয় করবেন না হয়তো। অভিনয় আর প্রযোজনা- দুটি পেশা এক সঙ্গে গুলোতে চান না তিনি, বলেছেন সুস্মিতা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















