এক্সপ্লোর
Advertisement
'দেশ তাঁর সাফল্যে গর্বিত', নোবেলবিজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর ট্যুইট মোদির
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হল নরেন্দ্র মোদির। বৈঠকের পর নোবেল বিজয়ীর উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হল নরেন্দ্র মোদির। বৈঠকের পর নোবেল বিজয়ীর উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। সাক্ষাতের ছবি প্রকাশ করে ট্যুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন,'খুব ভাল বৈঠক হয়েছে। মানুষের ক্ষমতায়নের জন্য তিনি যেভাবে কাজ করেছেন তা স্পষ্টই দেখা যাচ্ছে । আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সদর্থক আলোচনা হয়েছে। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সাফল্যে দেশ গর্বিত। ভবিষ্যতের সব কাছে তাঁর সাফল্য কামনা করি।
Excellent meeting with Nobel Laureate Abhijit Banerjee. His passion towards human empowerment is clearly visible. We had a healthy and extensive interaction on various subjects. India is proud of his accomplishments. Wishing him the very best for his future endeavours. pic.twitter.com/SQFTYgXyBX
— Narendra Modi (@narendramodi) October 22, 2019
যদিও নোবেলজয়ী অর্তনীতিবিদকে বারবার মোদি সরকারের অর্থনৈতিক সিদ্ধান্তগুলির সমালোচনা করতে দেখা গেছে। নোবেলজয়ের পর ভারতের অর্থনীতি বিষয়ে প্রশ্ন করা হলে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানান, ভারতের অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত পরিসংখ্যান তাঁকে ভাবাচ্ছে। অভিজিৎ জানান, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণকে বাড়তি গুরুত্ব দিতে গিয়ে মোদী সরকার নিজেকে অদ্ভূত অবস্থানে নিয়ে গিয়েছে। দেশের অর্থনীতির অবস্থা বেশ টলমল বলে মন্তব্য করেন তিনি। এমনকী জেএনইউতে গিয়ে অভিজিৎ বলেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বন্ধু হলেও, তাঁর অর্থনৈতিক সিদ্ধান্তর সঙ্গে সহমত নন।
এরপরই গেরুয়া শিবির একাধিকবার অভিজিতের সমালোচনায় সরব হয়। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল পুণেতে এক সাংবাদিক বৈঠকে বলেন, ‘অভিজিৎ বন্দোপাধ্যায়কে অভিনন্দন। কিন্তু ওঁর ভাবনা পুরোটাই বাম ঘেঁষা। উনি ‘ন্যায়’ প্রকল্পেরও অনেক গুণগান গেয়েছেন। ভারতের জনতা তাঁর ভাবনাকে খারিজ করে দিয়েছে।’
এ-রাজ্যে বিজেপি নেতা রাহুল সিনহাও নানাভাবে কটাক্ষ করেন অভিজিতকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement