এক্সপ্লোর
Advertisement
আগামী পাঁচ বছরে পরিকাঠামো ক্ষেত্রে ১০২ লক্ষ কোটি টাকার প্রকল্প ঘোষণা অর্থমন্ত্রীর
স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, পরিকাঠামো ক্ষেত্রে ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে।
নয়াদিল্লি: আগামী পাঁচ বছরে দেশের পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পে ১০২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। আজ এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানিয়েছেন, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা এবং সরকারের গঠিত টাস্ক ফোর্সের রিপোর্টের ভিত্তিতেই পরিকাঠামো খাতে এই বিপুল বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, পরিকাঠামো ক্ষেত্রে ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে। আজ বছরের শেষ দিন সরকারের কাজের তালিকা পেশ করে অর্থমন্ত্রী জানিয়েছেন, চার মাসের মধ্যে ৭০ জনের সঙ্গে আলোচনা করে পরিকাঠামোয় ১০২ লক্ষ কোটি টাকার প্রকল্প চিহ্নিত করা হয়েছে।
এ বছরের সেপ্টেম্বরে অর্থসচিবের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়। আগামী পাঁচ বছরে পরিকাঠামো ক্ষেত্রে কী কী প্রকল্পের কাজ করা যায়, সেটা চিহ্নিত করাই এই টাস্ক ফোর্সের দায়িত্ব ছিল। ২০২৪-২৫ সালের মধ্যে ১০০ লক্ষ কোটি টাকার প্রকল্পের রূপরেখা তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, আরও তিন লক্ষ কোটি টাকার প্রকল্প যুক্ত হতে পারে। গত ৬ বছরে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি ৫১ লক্ষ কোটি টাকা খরচ করেছে। বিদ্যুৎ, রেল, নগর সেচ, গতিমানতা, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement