এক্সপ্লোর
করোনা আক্রান্ত পশুপালক, কর্ণাটকে কোয়ারেন্টিনে ৫০টি ছাগল ও ভেড়া
কিছুদিন আগে নিউ ইয়র্কের চিড়িয়াখানায় একটি বাঘ করোনা আক্রান্ত হয়েছে বলে জানা যায়। তবে ভারতে এখনও পর্যন্ত কোনও পশু বা প্রাণী করোনা আক্রান্ত হয়েছে বলে জানা যায়নি।
![করোনা আক্রান্ত পশুপালক, কর্ণাটকে কোয়ারেন্টিনে ৫০টি ছাগল ও ভেড়া Goats quarantined and tested in Karnataka after shepherd gets COVID-19 করোনা আক্রান্ত পশুপালক, কর্ণাটকে কোয়ারেন্টিনে ৫০টি ছাগল ও ভেড়া](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/07/02013145/Goat-1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: এক পশুপালক করোনা আক্রান্ত হওয়ায় আইসোলেশনে রাখা হল তাঁর সঙ্গে থাকা ৫০টি ছাগল ও ভেড়াকে। প্রাণীসম্পদ বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, গোল্লারাহাট্টি তালুকের গডেকেরে গ্রামের বাসিন্দারা খবর দেন, কয়েকটি ছাগল ও ভেড়ার শ্বাসকষ্ট হচ্ছে। তাদের মাধ্যমে করোনা ছড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হয়। এরপরেই ছাগল ও ভেড়াগুলিকে কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, ‘ওই পশুপালকের সংস্পর্শে আসা কয়েকটি প্রাণী অসুস্থ হয়ে পড়েছে। তাদের শ্বাসকষ্ট হচ্ছে। সবাই এখন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত। গ্রামবাসীদের আশঙ্কা, ওই প্রাণীগুলি করোনা আক্রান্ত এবং তাদের মাধ্যমে মানুষেরও সংক্রমণ হতে পারে। সেই কারণেই প্রাণীগুলিকে আলাদা জায়গায় নিয়ে গিয়ে রাখা হয়েছে।’
গ্রামবাসীরা জানিয়েছেন, তাঁরা কর্ণাটকের আইন ও পরিষদীয় মন্ত্রী জে সি মধুস্বামীর সাহায্য চেয়েছিলেন। তিনি আবার টুমাকুরু জেলার দায়িত্বপ্রাপ্ত। গ্রামবাসীদের আবেদনের ভিত্তিতে তিনি প্রাণীসম্পদ বিভাগকে ওই গ্রামে গিয়ে প্রাণীগুলিকে পরীক্ষা করার নির্দেশ দেন। এরপরেই আধিকারিকরা গিয়ে ওই প্রাণীগুলির নমুনা সংগ্রহ করেন। ওই জেলার ডেপুটি কমিশনার কে রাকেশ কুমারকে এই ঘটনার তদন্ত করারও নির্দেশ দেন মন্ত্রী।
পশু বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাঁরা সন্দেহ করছেন, এই প্রাণীগুলি গোট প্লেগ ও মাইকোপ্লাজমা সংক্রমণে ভুগছে। তাদের নমুনা ভোপালের একটি ল্যাবে পাঠানো হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট এলেই বোঝা যাবে ঠিক কী হয়েছে।
কিছুদিন আগে নিউ ইয়র্কের চিড়িয়াখানায় একটি বাঘ করোনা আক্রান্ত হয়েছে বলে জানা যায়। তবে ভারতে এখনও পর্যন্ত কোনও পশু বা প্রাণী করোনা আক্রান্ত হয়েছে বলে জানা যায়নি। যদিও কুকুর, বিড়াল সহ কয়েকটি প্রাণী সংক্রমিত হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)