হরিয়ানা বিধানসভা নির্বাচন: বিজেপির দুই কুস্তিগীর-প্রার্থী ববিতা-যোগেশ্বরের হার, জয়ী হকি তারকা সন্দীপ
হরিয়ানার বিধানসভা আসনের ভোট গণনা চলছে। বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে জোর লড়াই চলছে। রাজ্যে ক্ষমতাসীন বিজেপি-র অনেক তারকা প্রার্থীই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়েছেন।
চণ্ডিগড়: হরিয়ানার বিধানসভা নির্বাচনে ক্রীড়াজগতের তিন তারকাকে প্রার্থী করেছিল বিজেপি। ফলাফল প্রকাশ হতে দেখা গেল, তিনের মধ্যে দুই নক্ষত্রের মুখ পুড়ল। একজনই জয়ের মুখ দেখতে পেলেন। তিন ক্রীড়া তারকা-কমনওয়েলথ কুস্তি চ্যাম্পিয়ন ববিতা ফোগত (দাদরি আসন), অলিম্পিকে কুস্তিতে পদকজয়ী যোগেশ্বর দত্ত (বরোদা আসন), ভারতের হকি দলের প্রাক্তন খেলোয়াড় সন্দীপ সিংহ (পেহোয়া আসন)-কে প্রার্থী করেছিল বিজেপি। সকলে এবারই প্রথম ভোটের লড়াইয়ে অবতীর্ন হয়েছিলেন। ফল ঘোষাণার পর দেখা গিয়েছে, নিজ নিজ কেন্দ্রে হারের মুখ দেখতে হয়েছে ববিতা ফোগত ও যোগেশ্বর দত্তকে। একমাত্র পেহোয়া কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মনদীপ সিংহ চাট্টাকে ৫ হাজারের সামান্য বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হন সন্দীপ সিংহ। দাদরিতে জয়ের পথে প্রাক্তন বিজেপি তথা নির্দল প্রার্থী সম্বির সাঙ্গোয়ান। দ্বিতীয় জেজেপির সতপাল সাঙ্গোয়ান। হার নিশ্চিত বুঝে এদিন ফোগত সমর্থকদের ধন্যবাদ দেন। বলেন, ওনারা যা সম্মান দিয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ। তিনি যোগ করেন, মানুষ বিজেপির কাজ সমর্থন করেন, তাই তাঁরা দলকে ভোট দেন। বরোদা আসনে হেরে গিয়েছেন আরেক কুস্তিগীর যোগেশ্বর দত্ত। ২০১২ লন্ডন অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী কংগ্রেস প্রার্থী কৃষাণ হুডার কাছে হেরেছেন। যদিও, হার নিয়ে ভাবতে রাজি নন যোগেশ্বর। তিনি জানিয়ে দেন, বিজেপির জাতীয়তাবাদী নীতি ও সার্জিকাল স্ট্রাইকের মতো পদক্ষেপ তাঁকে গেরুয়া শিবিরে যোগ দিতে অনুপ্রেরণা দিয়েছে। তাঁর কাছে দেশ সবার আগে। অন্যদিকে, বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে সবচেয়ে নজর কেড়েছিলেন সোনালি ফোগাট। তিনি আদমপুর আসনের প্রার্থী। বিজেপির মহিলা মোর্চার নেত্রীর থেকেও তিনি অনেক বেশি পরিচিত টিকটক স্টার হিসেবে। আদমপুর হরিয়ানার প্রয়াত নেতা ভজনলালের পরিবারের শক্তঘাঁটি। লাল ও তাঁর আত্মীয়রা এই আসন থেকে গত ১৩ বার জয়ী হয়েছিলেন। তাঁর ছেলে কুলদীপ বিষ্ণোই এই আসনে এবার কংগ্রেস প্রার্থী। এই আসনে বিধায়কও তিনি। ভোটগণনার ফলাফল অনুযায়ী, সোনালি ২০ হাজার ভোটে কুলদীপের চেয়ে পিছিয়ে।