৭৪ তম স্বাধীনতা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে গান
এই দেশ অতীতে অনেক কঠিন পথ পেরিয়ে এসেছে, তিনি আশাবাদী এবারও কোভিড লড়াইয়ে ভারত জিতবে।
কলকাতা: দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে প্রোটোকল মেনে স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছে রাজ্য প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডামি দিয়ে হয়েছে রিহার্সাল। এবার রেড রোডের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে গান গাইবেন রূপঙ্কর বাগচী, লোপামুদ্রা মিত্র সহ আরও সঙ্গীত শিল্পীরা। যার দায়িত্বে রয়েছেন রাজ্যের মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই দেশ অতীতে অনেক কঠিন পথ পেরিয়ে এসেছে, তিনি আশাবাদী এবারও কোভিড লড়াইয়ে ভারত জিতবে। সকলকে মাস্ক পরে শারীরিক দূরত্ববিধি বজায় রেখে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আহ্বান করেছেন তিনি।
প্রসঙ্গত স্বাধীনতা দিবস উপলক্ষে একটি গানও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দেওয়া সুরেই সেই গান উপস্থাপনা করেছেন শিল্পীরা। অতীতে দুর্গা পুজোর ‘থিম সং’ লিখেছেন রাজ্যের নির্বাচিত সরকারের প্রধান। সেই গানে সুরও দিয়েছেন তিনি। শহর কলকাতার মোড়ে মোড়ে ট্রাফিক সিগন্যালে পথ সুরক্ষায় যে গান বাজে, তার কথা ও সুরও মমতা বন্দ্যোপাধ্যায়েরই দেওয়া।