এক্সপ্লোর
Advertisement
চিন হোক বা পাকিস্তান, সবার বিরুদ্ধেই লড়াই করতে তৈরি স্থলসেনা, দাবি নয়া চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের
গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিয়োগ করা হয় রাওয়াতকে।
নয়াদিল্লি: দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই চিন ও পাকিস্তানের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন বিপিন রাওয়াত। তাঁর দাবি, ‘চিন হোক বা পাকিস্তান, ভারতীয় স্থলসেনা এখন সবার বিরুদ্ধেই লড়াই করার জন্য আরও ভালভাবে তৈরি। সেনাবাহিনীর পুনর্গঠন স্থলসেনার আধুনিকীকরণ ও অপ্রচলিত যুদ্ধের জন্য প্রস্তুত করেছে।’ নয়া সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী আরও সাফল্য পাবে বলেও আশাপ্রকাশ করেছেন রাওয়াত।
গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিয়োগ করা হয় রাওয়াতকে। আজ দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘চিফ অফ আর্মি স্টাফ একা কাজ করবেন না। তাঁর কাজে সেনা জওয়ান, আধিকারিকদের সাহায্য দরকার। দলগত কাজেই সাফল্য পাওয়া যায়।’
তিন বছর সেনাপ্রধান হিসেবে ছিলেন রাওয়াত। তাঁকে চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগ করা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি। রাওয়াতের কার্যকলাপ ও মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীও। পাল্টা সরকারের পক্ষ থেকে ট্যুইট করে রাওয়াতের নয়া পদের যৌক্তিকতা ব্যাখ্যা করেছেন গৌতম গম্ভীর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement