হাসপাতালে যাওয়ার পথে কোভিড আক্রান্তকে 'ধর্ষণ' অ্যাম্বুলেন্স চালকের
২৫ বছরের ওই অ্যাম্বুলেন্স চালককে অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে সরানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তীব্র নিন্দা করে কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শালিজা পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
চেন্নাই: করোনাভাইরাসে আক্রান্ত এক মহিলাকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ধর্ষণ করার অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে। কেরলের পথনমথিট্টা জেলায় ঘটেছে এই লজ্জাজনক ঘটনা। অভিযোগকারিণীরবয়ানের ভিত্তিতেই চালককে আটক করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার কে জি সিমোন জানিয়েছেন, অভিযুক্তের নাম নৌফাল। তাকে আটক করা হয়েছে। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের এই কর্মী আলাপুঝার এলাকার বাসিন্দা।
রাজ্যের পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, ২ জন রোগীকে দুটি পৃথক হাসপাতালে নিয়ে যাচ্ছিল ওই অ্যাম্বুলেন্স চালক। প্রথমে একজন মহিলাকে সে একটি হাসপাতালে নামায়। তারপর ওই তরুণীকে নিয়ে রওনা দেয়। অভিযোগ, মাঝপথেই গাড়ি ঘুরিয়ে হাসপাতালের পরিবর্তে আরানমুলা বিমানবন্দরের কাছে পরিত্যক্ত একটি এলাকায় গাড়িটি থামিয়ে তরুণীর উপর শারীরিক নিগ্রহ করে ওই ব্যক্তি। তারপর তরুণীকে কোভিড সেন্টারে নামিয়ে দেয় সে।নিগৃহীতার অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। রবিবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, পানডালামে আত্মীয়ের বাড়িতে কোয়ারেন্টিনে থাকা ওই তরুণীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে শনিবার। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।
২৫ বছরের ওই অ্যাম্বুলেন্স চালককে অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে সরানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তীব্র নিন্দা করে কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শালিজা পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় দ্রুত চার্জশিট পেশ করার দাবি জানিয়ে, কেরালার ডিজিপি-কে চিঠি লিখেছে জাতীয় মহিলা কমিশন। এনসিডব্লু ট্যুইট করে বলেছে, ' এনসিডব্লু ইন্ডিয়ার কাছে খবর এসেছে যে, কেরালার পথনমথিট্টা জেলার আরানমুলায় এক কোভিড রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে। আমাদের চেয়ারপার্সন রেখা শর্মা দ্রুত চার্জশিট পেশ করার দাবি জানিয়ে কেরালার ডিজিপি-কে চিঠি লিখেছেন।'