KMC Election 2021 : কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগে আদালতের দ্বারস্থ সিপিএম ও বিজেপি
KMC Election 2021 : বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই রবিবার সকাল ৭টা থেকে কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়।
কলকাতা : কলকাতা পুরভোটে (KMC Election 2021)সন্ত্রাসের অভিযোগে আদালতের দ্বারস্থ সিপিএম (CPM) ও বিজেপি (BJP)। এদিন এই নিয়ে মামলা করার অনুমতি চান ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দেবলীনা সরকার। অনুমতি দেন প্রধান বিচারপতি। তথ্য প্রমাণ-সহ অভিযোগপত্র দাখিল করার আবেদন জানায় বিজেপি। সেই আবেদনও মঞ্জুর করেন প্রধান বিচারপতি। একত্রে দুটি মামলার শুনানি ২৩ ডিসেম্বর।
বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই রবিবার সকাল ৭টা থেকে কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। কলকাতাজুড়ে আটোসাঁটো ছিল নিরাপত্তার ব্যবস্থা। এরই মধ্যে নানা অশান্তির খবর এল দিনভর। পুরভোটেই ঝরল রক্ত।
আরও পড়ুন :
২ জায়গায় বোমাবাজি, বুথ দখলের কোনও অভিযোগ জমা পড়েনি, জানাল নির্বাচন কমিশন
রবিবার ভোটের দিন শিয়ালদা ও খান্নায় বোমা পড়ে। গুরুতর জখম হন বেশ কয়েকজন। ৪৫ নম্বর ওয়ার্ডে পুলিশের সামনেই কংগ্রেস এজেন্টকে মাটিতে ফেলে কিল, চড়, লাথি মারা হয়। বেলেঘাটায় ৩৩ নম্বর ওয়ার্ডে মুখ ফাটিয়ে দেওয়া হয় সিপিএম প্রার্থীর এজেন্টের। ৭৫ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থী ফৈয়াজ আহমেদ খানের গাড়ি ভাঙচুর করা হয়। বড়বাজারের তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। বিজেপি প্রার্থীকে মাটিতে ফেলে মারধরের অভিযোগ ওঠে। ভেঙে ফেলা হয় ইভিএম। ছাপ্পা ভোটের ওপর অভিযোগও ওঠে। ৮৬ নম্বর ওয়ার্ডে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপি প্রার্থী। তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। ৫৩ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী আক্রান্ত। তাঁর সঙ্গীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। ২১ নম্বর ওয়ার্ডে, আক্রান্ত বাম প্রার্থী সুজাতা সাহা। তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে।
কলকাতা পুরসভার ভোটে তৃণমূলের সঙ্গে দ্বৈরথে জড়ায় বাম ও কংগ্রেস। ৪৫ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগে তৃণমূলের সঙ্গে সংঘাতে জড়ালেন কংগ্রেস প্রার্থী। ব্রেবোর্ন রোডে আক্রান্ত হন কংগ্রেসের বুথ এজেন্ট। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে বেলেঘাটায় থানা ঘেরাও করে বামেরা। বাঘাযতীনে বামেদের পথ অবরোধ চলে।