Left-Congress Brigade Rally LIVE: মাথা নত করব না, প্রতিহত করবই, ব্রিগেড থেকে বার্তা দেবলীনার
Left Front Congress Alliance Brigade Kolkata Rally LIVE Updates:
LIVE
Background
কলকাতা: কখনও সিপিএম, কখনও আবার বামফ্রন্ট।
গত কয়েক দশকে বামপন্থীদের একাধিক জনসভার সাক্ষী থেকেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে পার্ক সার্কাস ময়দানে যৌথ সভা করেছিল বামফ্রন্ট ও কংগ্রেস। এই প্রেক্ষাপটে রবিবার প্রথমবার বামফ্রন্ট-কংগ্রেসের যৌথ সমাবেশের সাক্ষী থাকতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। এবারের ব্রিগেডে থাকছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
দফায় দফায় সভাস্থল পরিদর্শন করেছেন বাম-কংগ্রেসের নেতারা। দূরের জেলা থেকে আগে-ভাগেই কলকাতায় এসে পৌঁছেছিলেন কর্মীরা। সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করেছে ব্রিগেডে।
আজকের ব্রিগেডে বক্তার তালিকায় সীতারাম ইয়েচুরি, অধীর চৌধুরিরা। থাকার কথা আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকিরও।
অসুস্থতার কারণে ব্রিগেডে না থাকতে পারার কথা আগেই জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, চেষ্টা হচ্ছে তাঁর ভিডিও বা অডিও বার্তা ব্রিগেড মঞ্চে শোনানোর।
Left-Congress Brigade Rally LIVE: বললেন দেবলীনা হেমব্রম
একদিকে করোনা ভাইরাস, আর সমাজে দুটো ভাইরাস বাসা বেঁধেছে’
‘যাঁরা সোনার বাংলা গড়ার কথা বলছে, তাঁরা তৃণমূল থেকে বিজেপিতে গেছে।
Left-Congress Brigade Rally LIVE: বললেন দেবলীনা হেমব্রম
যে ঝড় উঠেছে সেই ঝড় ধরে রাখতে হবে,
‘দেশ বিক্রির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
Left-Congress Brigade Rally LIVE: বললেন মহম্মদ সেলিম
মোদি-শাহর পাঠশালা থেকেই বিভাজন শিখেছেন মমতা’
‘যে চিটফান্ডের টাকা লুঠ করেছিল, সেই তৃণমূল থেকে বিজেপিতে গেছে’
‘যারা টাকা নিয়েছে তাদের সম্পত্তি নিলাম করে চিটফান্ডের টাকা ফেরত দেব’
‘বছর বছর এসএসসি-তে নিয়োগ হবে, নিয়মিত চাকরি হবে’
‘পুলিশ উর্দির সম্মান রেখে কাজ করুন’
‘বুথ থেকে ভূত তাড়াতে হবে’
‘যত তাপ বাড়ছে আইসক্রিমের মতো তৃণমূল গলে যাচ্ছে’
‘এমন তাপ বাড়াব, তৃণমূল জল হবে, বিজেপি বাষ্প হয়ে উড়ে যাবে।
Left-Congress Brigade Rally LIVE: আক্রমণ মহম্মদ সেলিমের
বিজেপি ও তৃণমূল সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে’
‘সেইজন্যই ওরা জেএনইউ-এ হামলা করেছিল’
‘এখানে দিলির লুঠ, ওখানে মোদির লুঠ’
‘লুঠেরা কখনও লুঠেরাকে ধরে না’
‘যাঁরা তৃণমূলে লুঠ করেছে, তাঁরাই বিজেপিতে নাম লিখিয়েছে।
Left-Congress Brigade Rally LIVE: বললেন মহম্মদ সেলিম
লকডাউনের সময় আমরা ২০-২০ খেলেছি, ওরা এখন বলছে খেলা হবে’
‘ভোট আসলেই বলছেন সব করে দেব’
‘ভোটের সময় কাজী, কাজ ফুরোলেই কিষেণজি।