এক্সপ্লোর
Advertisement
LIVE: মাথাভাঙায় বিজেপি এজেন্টকে 'হেনস্থা' তৃণমূলের
আজ শুরু হল লোকসভা ভোট। প্রথম দফায় ১৮টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১টি আসনে ভোটগ্রহণ চলছে।
# মাথাভাঙায় বিজেপি এজেন্টকে 'হেনস্থা' তৃণমূলের। বুথ থেকে বার করে দেওয়ার চেষ্টার অভিযোগ। সঙ্গে সঙ্গে পুলিশ ডাকেন প্রিসাইডিং অফিসার, পুলিশি হস্তক্ষেপে মেটে সমস্যা।
# তুফানগঞ্জে বিজেপির নির্বাচনী কার্যালয় ভাঙচুর।
# দিনহাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ভোটারদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
# ইভিএমে কারচুপির অভিযোগ রবীন্দ্রনাথ ঘোষের, নাটাবাড়িতে ক্যাম্প নিয়ে কর্মীদের ধমক। ফোনে কথা বললেন জেলা শাসকের সঙ্গে।
# ভোট দিতে পারলেন না দশরথ তিরকে, প্রতীক লাগিয়ে ভোট দিতে যান। পরে পোশাক থেকে প্রতীক খুলে ফেললেও ইভিএম বিকল ছিল।
# মাথাভাঙায় ভোটের আগেই অশান্তি, আহত তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ ৩, অভিযোগ বিজেপির দিকে।
কোচবিহার: শুরু হয়ে গেল গণতন্ত্রের বৃহত্তম উৎসব। সাত দফার লোকসভা নির্বাচনে আজ প্রথম দফার ভোটগ্রহণ শুরু হল এ রাজ্যের আলিপুরদুয়ার, কোচবিহার সহ মোট ৯১টি আসনে। ভোট চলছে ১৮টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে। এগুলির মধ্যে অন্ধ্র প্রদেশ, অরুণাচল প্রদেশ, মেঘালয়, উত্তরাখণ্ড, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং তেলঙ্গানায় সব কটি আসনে আজই ভোট হচ্ছে।
আজ প্রথম দফায় ভোটগ্রহণ আলিপুরদুয়ার লোকসভা আসনে। লড়াই এখানে চতুর্মুখী। মূল লড়াই তৃণমূলের দশরথ তিরকে, বিজেপির জন বার্লা, বাম প্রার্থী মিলি ওঁরাও এবং কংগ্রেসের মোহনলাল বসুমাতার মধ্যে। আলিপুরদুয়ারে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৩৪টি, এর মধ্যে স্পর্শকাতর বুথ ৫৪৪টি। গোটা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ৩৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সব স্পর্শকাতর বুথেই কেন্দ্রীয় বাহিনী রয়েছে। বাকি ১২৯০টি বুথে মোতায়েন করা হয়েছে রাজ্য সশস্ত্র পুলিশ। এই লোকসভা কেন্দ্রের ১৭টি জায়গায় নাকা পয়েন্ট, ১৮ টি ফ্লাইং স্কোয়াড এবং ১৭ ভিডিও সার্ভিলিয়েন্স স্কোয়াড রয়েছে।
কোচবিহারেও চতুর্মুখী লড়াই হচ্ছে বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী ও বর্তমানে তৃণমূলের পরেশ অধিকারী, একদা তৃণমূল, এখন বিজেপিতে থাকা নিশীথ প্রামাণিক, ফরওয়ার্ড ব্লকের গোবিন্দ রায় এবং কংগ্রেসের পিয়া রায়চৌধুরীর মধ্যে। এই কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোচবিহার লোকসভা কেন্দ্রে মোট বুথ ২ হাজার ১০টি, এর মধ্যে স্পর্শকাতর ৬২২টি বুথ। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে ১ হাজার ৬০টি বুথে। বাকি ৯৫০টি বুথের নিরাপত্তায় থাকছে রাজ্য সশস্ত্র পুলিশ। ভোট পরিচালনা করবেন ৮ হাজার ৪০ জন কর্মী
অন্ধ্রে ভোট হচ্ছে ২৫টি লোকসভা কেন্দ্র ও ১৭৫টি বিধানসভা কেন্দ্রে, একই সঙ্গে। তেলঙ্গানায় ভোট চলছে ১৭টি লোকসভা কেন্দ্রে। পশ্চিম উত্তর প্রদেশের ৭টি আসনে ভোট চলছে, এ রাজ্যে এবার লড়াই টানটান, ক্ষমতাসীন বিজেপি লড়ছে সপা-বসপা জোটের সঙ্গে। উত্তরাখণ্ডে ভোট চলছে ৫টি লোকসভা আসনে। ওড়িশায় ৪টি লোকসভা ও ২৮টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে, এগুলির মধ্যে বেশ কিছু এলাকা নকশাল উপদ্রুত। অসমে তেজপুর, কালিয়াবোর, জোরহাট, ডিব্রুগড় ও লখিমপুরে ভোট চলছে। মহারাষ্ট্রে ভোট হচ্ছে ৭টি লোকসভা কেন্দ্রে, বিহারে ৪টিতে। জম্মু কাশ্মীর, মেঘালয় ও অরুণাচল প্রদেশে ২টি করে আসনে ভোট চলছে। মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, ছত্তিশগড়, নাগাল্যান্ড, সিকিম, আন্দামান ও নিকোবর ও লাক্ষাদ্বীপে ভোট হচ্ছে ১টি আসনে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement