ধর্ষণকারীদের প্রকাশ্যে পিটিয়ে মারা হোক, দাবি জয়া বচ্চনের, সরকার কঠোরতর আইন আনতে তৈরি, জানালেন রাজনাথ
আপনা দলের নেত্রী অনুপ্রিয়া পটেলের অভিযোগ, এই ধরনের ঘটনা ঠেকানোর ক্ষেত্রে ব্যর্থ হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।
Rajya Sabha MP Jaya Bachchan: If you have not been able to provide security then leave it to the public to give judgement. Those who failed to provide security and those who committed the crime should be exposed in public, & then let people decide. https://t.co/bYMvOB1Ulh pic.twitter.com/khx6Zf4OvJ
— ANI (@ANI) December 2, 2019
নালগোন্ডার কংগ্রেস সাংসদ ইউ কে এন রেড্ডি বলেছেন, ‘কঠোর নিরাপত্তাব্যবস্থা রয়েছে এমন অঞ্চলে একজন মহিলা চিকিৎসককে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের পর খুন করে দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পিছনে একটি কারণ হল মাত্রাতিরিক্ত মদ বিক্রি। আমাদের অনুরোধ, ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলার বিচার করে অভিযুক্তদের ফাঁসি দেওয়া হোক।’
#WATCH "People now want Govt to give a definite answer. These type of people (the accused in rape case) need to be brought out in public and lynched," Rajya Sabha MP Jaya Bachchan on rape & murder of woman veterinary doctor in Telangana pic.twitter.com/HFNjUHtSHB
— ANI (@ANI) December 2, 2019
আপনা দলের নেত্রী অনুপ্রিয়া পটেলের অভিযোগ, এই ধরনের ঘটনা ঠেকানোর ক্ষেত্রে ব্যর্থ হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। বিরোধীদের আক্রমণের মুখে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, ‘এই ঘটনা সারা দেশের লজ্জা। এই ঘটনায় সবাই আহত। অভিযুক্তদের কঠোরতম সাজা দিতে হবে। যদি আরও কঠোর আইন আনার বিষয়ে সব দল একমত হয়, তাহলে সরকার সেই আইন আনতে তৈরি।’
Defence Minister Rajnath Singh in Lok Sabha on rape & murder of woman veterinary doctor: To control and eliminate such crimes against women, we are ready to make the kind of law which the entire House agrees to. https://t.co/yFtLdDZOVy
— ANI (@ANI) December 2, 2019