এক্সপ্লোর
১৮ বছরে দল কী দিয়েছে, জ্যোতিরাদিত্যকে মনে করিয়ে মধ্যপ্রদেশ কংগ্রেসের ট্যুইট, ‘বিশ্বাস ভাঙলেন’ আপনি!
মধ্যপ্রদেশ কংগ্রেস হিন্দিতে ট্যুইট করেছে, সিন্ধিয়ার ১৮ বছরের রাজনৈতিক কেরিয়ারে কংগ্রেস তাঁকে ১৭ বছরের জন্য এমপি করেছে, দুবার কেন্দ্রে মন্ত্রী করেছে, চিফ হুইপ, দলের জাতীয় সাধারণ সম্পাদক, উত্তরপ্রদেশের ইনচার্জ, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য করেছে।
![১৮ বছরে দল কী দিয়েছে, জ্যোতিরাদিত্যকে মনে করিয়ে মধ্যপ্রদেশ কংগ্রেসের ট্যুইট, ‘বিশ্বাস ভাঙলেন’ আপনি! Madhya Pradesh Congress unit reminds Jyotiraditya Scindia of key positions given to him over 18 years, says he 'broke trust' ১৮ বছরে দল কী দিয়েছে, জ্যোতিরাদিত্যকে মনে করিয়ে মধ্যপ্রদেশ কংগ্রেসের ট্যুইট, ‘বিশ্বাস ভাঙলেন’ আপনি!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/11170513/j-scindia.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ভোপাল: দলে কোণঠাসা বলে দাবি করে ক্ষোভ জানিয়ে গতকাল কংগ্রেস থেকে ইস্তফা দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে গত ১৮ বছর তাদের সঙ্গে থাকাকালে কেন্দ্রে মন্ত্রিত্ব সহ যেসব পদ তিনি পেয়েছিলেন, তার উল্লেখ করে তাঁকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিল মধ্যপ্রদেশ কংগ্রেস। তারপরও কেন তিনি মোদি-শাহের ‘ছাতার তলায়’ গেলেন, ট্যুইটারে জানতে চেয়েছে তারা।
সিন্ধিয়ার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে মধ্যপ্রদেশ কংগ্রেস হিন্দিতে ট্যুইট করেছে, সিন্ধিয়ার ১৮ বছরের রাজনৈতিক কেরিয়ারে কংগ্রেস তাঁকে ১৭ বছরের জন্য এমপি করেছে, দুবার কেন্দ্রে মন্ত্রী করেছে, চিফ হুইপ, দলের জাতীয় সাধারণ সম্পাদক, উত্তরপ্রদেশের ইনচার্জ, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, নির্বাচনী প্রচারের প্রধান, ৫০-এর বেশি টিকিট, ৯জন মন্ত্রীও দেওয়া হয়। তারপরও মোদি-শাহের আশ্রয়ে!
सिंधिया जी की 18 साल की राजनीति में कांग्रेस ने :
- 17 साल सांसद बनाया
- 2 बार केंद्रीय मंत्री बनाया
- मुख्य सचेतक बनाया
- राष्ट्रीय महासचिव बनाया
- यूपी का प्रभारी बनाया
- कार्यसमिति सदस्य बनाया
- चुनाव अभियान प्रमुख बनाया
- 50+ टिकट, 9 मंत्री दिये
फिर भी मोदी-शाह की शरण में ? pic.twitter.com/bABGfFuYc5
— MP Congress (@INCMP) March 11, 2020
কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা দিগ্বিজয় সিংহও দাবি করেছেন, আদৌ সিন্ধিয়াকে কোণঠাসা করা হয়নি।
গোয়ালিয়র-চম্বল এলাকায় গত ১৬ মাসে সিন্ধিয়ার সম্মতি ছাড়া কিছুই ঘটেনি বলে দাবি করে তিনিও ট্যুইট করেছেন, কোণঠাসা করার কোনও প্রশ্নই ওঠে না। বরং মধ্যপ্রদেশের, বিশেষত গোয়ালিয়র, চম্বল ডিভিশনের কোনও কংগ্রেস নেতাকে জিজ্ঞাসা করলে তিনি বলবেন, গত ১৬ মাসে ওখানে কিছুই ওনার অনুমোদন ছাড়া হয়নি। দুঃখজনক। তবে শুভেচ্ছা জানাই,মোদি-শাহের আমলে উনি ভাল থাকুন।
মধ্যপ্রদেশে সিন্ধিয়া অনুগামী ২২ কংগ্রেস বিধায়ক-মন্ত্রী ইস্তফা দিয়ে কমলনাথ সরকারকে বিপাকে ফেলেছে। আজ সিন্ধিয়া প্রত্যাশামতোই বিজেপিতে যোগ দিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)