এক্সপ্লোর
Advertisement
Mahalaya 2020: এবিপি আনন্দে শুনুন মহালয়া পডকাস্ট
Mahalaya 2020 Celebrations:শাস্ত্রমতে তর্পণ এর ফলে পূর্বপুরুষরা তৃপ্ত হন এবং উত্তর পুরুষদের আশীর্বাদ করেন।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: দেবীপক্ষের আগের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়।এই ১৫ দিন ধরে প্রতিদিনই পূর্বপুরুষদের তর্পণ করা যেতে পারে। প্রত্যেকদিন পিতৃকর্মের পৃথক ফলাফলের উল্লেখ রয়েছে। তবে যারা এই প্রতিদিন পিতৃকর্ম করতে পারবেন না তারা পিতৃপক্ষের শেষদিন অর্থাৎ অমাবস্যায় পার্বণ শ্রাদ্ধ করতে পারবেন।
তর্পণ নাম, গোত্র এবং মন্ত্র -এই তিনের সমন্বয়ে জলাঞ্জলি অর্পণ করতে হয়। তিল এবং জল দিয়ে তর্পণ করার রীতি রয়েছে। শাস্ত্রমতে তর্পণ এর ফলে পূর্বপুরুষরা তৃপ্ত হন এবং উত্তর পুরুষদের আশীর্বাদ করেন। স্নান করে শুদ্ধ চিত্তে তর্পণ করতে হয়। যব মিশ্রিত জলে দেবদর্পণ এবং কালো তিলমিশ্রিত জলে পিতৃ তর্পণ করা হয়।পূর্বপুরুষদের তিলচন্দন মিশ্রিত জলে তর্পণ করলে তাঁরা সব থেকে বেশি তৃপ্ত হন এবং শুভফল অর্পণ করেন।শুধুমাত্র পিতৃহীন পুত্র তর্পনের অধিকারী। পিতা বেঁচে থাকলে তর্পণ করা যায় না।পুরুষের পাশাপাশি মহিলারাও তর্পণ করতে পারেন।
এ বছর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ১৬ ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো।পরের দিন ১৭ ই সেপ্টেম্বর মহালয়া। ভোর থেকে বিকেল ৪ টা ৩০ পর্যন্ত তর্পণ এর সময়।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ১৭ ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। ওইদিনই মহালয়া। ভোর ৫ টা ২৫ থেকে বিকেল ৪ টা ৩৫ পর্যন্ত পুণ্যতর সময়। সকাল ৭ টা ৪২ থেকে দুপুর ১ টা ১৮ পর্যন্ত পুণ্যতম সময়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
উত্তর ২৪ পরগনা
Advertisement