Live Updates: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে ২৮ নভেম্বর শপথ নেবেন উদ্ধব

Background
নয়াদিল্লি: আর কিছুক্ষণ পরেই সুপ্রিম কোর্টে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে মামলার রায় ঘোষণা। সকাল সাড়ে ১০টায় রায়দান করবে বিচারপতি এন ভি রমন্না, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ। দ্রুত সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে আস্থা ভোট চেয়ে গতকাল সর্বোচ্চ আদালতে সওয়াল করেন শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিঙ্ঘভি। সলিসিটর জেনারেল তুষার মেহতা ও বিজেপির আইনজীবী তথা প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি। তাঁরা বলেন, রাজ্যপাল ৩০ নভেম্বর আস্থা ভোটের দিন ধার্য করেছেন। তাঁর সিদ্ধান্ত নিয়ে কি এভাবে প্রশ্ন তোলা যায়? দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর আজ মহারাষ্ট্র মামলার রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট।
— Sanjay Raut (@rautsanjay61) November 26, 2019
ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন দেবেন্দ্র ফড়ণবীশ। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এনসিপি-র অজিত পওয়ার। বিজেপি-র দাবি, ১৭০ জন বিধায়কের সমর্থন আছে তাদের সঙ্গে। পাল্টা এনসিপি, শিবসেনা, কংগ্রেস জোটের দাবি, তাদের সঙ্গে আছেন ১৬২ জন বিধায়ক। দু’পক্ষের এই চাপানউতোরের মধ্যেই রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট। তার আগে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের ট্যুইট, ‘১৬২ এবং আরও। দেখতে থাকুন কী হয়।’






















