কাল ফের মহারাষ্ট্র-শুনানি, সকাল সাড়ে ১০টায় নির্দেশ জারি করবে সুপ্রিম কোর্ট
এনসিপি-কংগ্রেস ও শিবসেনার পক্ষে সওয়াল করেন, দুই বর্ষীয়ান আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি এবং কপিল সিব্বল। উল্টো দিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা।
Supreme Court says, appropriate orders to be passed tomorrow. https://t.co/TWAdJVI4NI
— ANI (@ANI) November 24, 2019
মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে শিবসেনা-এনসিপি-কংগ্রেসের আবেদনের প্রেক্ষিতে সকাল সাড়ে ১১টা থেকে সুপ্রিম কোর্টে শুরু হয় শুনানি। মহারাষ্ট্রে সরকার গঠনের প্রক্রিয়া এবং দেবেন্দ্র ফডণবীস ও অজিত পওয়ারের শপথ গ্রহণ অবৈধ দাবি করে বিরোধীদের দায়ের করা মামলার শুনানি শুরু হয় বিচারপতি এন ভি রমান্না, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে ।
এনসিপি-কংগ্রেস ও শিবসেনার পক্ষে সওয়াল করেন, দুই বর্ষীয়ান আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি এবং কপিল সিব্বল। উল্টো দিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা।
অভিষেক মনু সিংভি প্রশ্ন তোলেন, সমর্থনের কোন চিঠি পেয়েছেন রাজ্যপাল? কেনই বা রাজ্যপাল তড়িঘড়ি শপথ নেওয়ালেন?
Abhishek Manu Singhvi, appearing for NCP-Congress, on Congress-NCP-Shiv Sena's plea: How can it be possible that who took oath yesterday claiming majority, is today shying away from floor test? #Maharashtra https://t.co/f23xTCqhOw
— ANI (@ANI) November 24, 2019
অভিষেক মনু সিঙ্ঘভির সুরে সুর মিলিয়ে সিব্বল বলেন, রাজ্যপালের আচরণ পক্ষপাতদুষ্ট। আদালতের কাছে ২৪ ঘণ্টার মধ্যে গরিষ্ঠতা প্রমাণের আর্জি জানান তিনি।
অভিষেক মনু সিংভি বলেন, কর্ণাটকেও এক জিনিস দেখেছি, গরিষ্ঠতা প্রমাণ করুন।
রাজ্যপাল কারও নির্দেশে কাজ করেছেন, না হলে এমন হত না, বলেন সিব্বল।
Kapil Sibal appearing for Shiv Sena in Supreme Court, on Shiv Sena, NCP and Congress' plea says, "We have seen this in Karnataka also. If they (BJP) have the majority, then let them show their majority."
— ANI (@ANI) November 24, 2019
অন্যদিকে বিজেপির আইনজীবী মুকুল রোহতগি দাবি করেন, এই ঘটনায় রাজ্যপালের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। রাজ্যপালকে প্রশ্ন করতে পারে না আদালত। এই শুনানি রবিবার কেন হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিজেপির আইনজীবী মুকুল রোহতগি আদালতে আরও দাবি করেন, মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কোনও নির্দেশ নয়, কোর্টের কাছে জবাব দেওয়ার দায় নেই রাজ্যপালের।
Mukul Rohatgi, appearing for #Maharashtra BJP on Congress-NCP-Shiv Sena's plea: There is no need for court to pass order today. There was no illegality in Governor decision. Court should not pass order to fix date of floor test. The three parties here have no fundamental rights. https://t.co/nyy6Tgsgd1
— ANI (@ANI) November 24, 2019
ঘোড়া কেনাবেচার আশঙ্কায় দলীয় বিধায়কদের হোটেলে রেখেছে এনসিপি। বিধায়কদের জয়পুরে পাঠিয়েছে কংগ্রেসও। সূত্রের খবর, শরদ পওয়ারের সঙ্গে রয়েছেন ৪৯ জন। অন্যদিকে, অজিত পওয়ার সহ বিদ্রোহী বিধায়কের সংখ্যা ৪। ইতিমধ্যেই দলের বিধানসভার পরিষদীয় দলনেতা পদ থেকে অপসারণ করা হয়েছে অজিতকে। একইসঙ্গে দলের নেতা হিসেবে তাঁর হুইপ জারির ক্ষমতাও কেড়ে নেওয়া হয়েছে।