এক্সপ্লোর
আজ অষ্টমী, সকালে কুমারী পুজো, প্রতিমা দেখার ভিড়
অষ্টমী মানেই পুজোর আনন্দ একেবারে তুঙ্গে। সকাল থেকেই শুরু প্রতিমা দেখার ভিড়।

কলকাতা: আজ অষ্টমী। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে যায় পুজোর আয়োজন। অনেক বনেদি বাড়িতেই আজ কুমারী পুজোরও আয়োজন করা হয়। অষ্টমীর পুজো শেষে হয় পুষ্পাঞ্জলি। এদিকে, অষ্টমী মানেই পুজোর আনন্দ একেবারে তুঙ্গে। সকাল থেকেই শুরু প্রতিমা দেখার ভিড়। নতুন পোশাকে সেজেগুজে পুজোর মণ্ডপে ক্রমশ ভিড় জমাচ্ছে আম-জনতা। বেলা একটু বাড়লেই সেই জনজোয়ার ক্রমশ পরিণত হবে জনসমুদ্রে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















