এক্সপ্লোর
Advertisement
কামড়ে ধরে আছে হাঙর, কোলে নিয়ে ঠায় নির্লিপ্ত মুখে দাঁড়িয়ে যুবক!
সাহায্যকাররা আসার পর তাঁর হাত থেকে হাঙরটিকে ছাড়াতে সময় লাগে প্রায় ঘন্টাখানেক। ততক্ষণ পর্যন্ত তিনি প্রায় নির্লিপ্ত অবস্থায় ছিলেন।
নয়াদিল্লি: এমনিতে হাঙর যদি কামড়ে ধরে তাহলে ভয়ের চোটে যে কোনও মানুষই যে তুমুল চিৎকার করবে সেটাই স্বাভাবিক। দ্রুত জল থেকে উঠে আসার চেষ্টা করবেন কিংবা অন্যের সাহায্য চাইবেন এমনটাই তো হওয়ার কথা। তা না করে উল্টে হাঙরের দ্বারা আক্রান্ত হওয়ার পর কেউ সেই হাঙরকে শান্তভাবে কোলে তুলে নিয়ে জল থেকে উঠে আসছেন, এমন ঘটনা প্রায় কারও জানা নেই।বাস্তবে সেটাই ঘটল। এমনই এক ভিডিও ধরা পড়ল এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায়। দেখা যাচ্ছে ব্যক্তি আতঙ্কিত হননি। ব্যাথায় কাতরাতেও তাঁকে দেখা যায়নি।
আমেরিকার ফ্লোরিডার জেনসন সৈকতে স্নানের সময় এক ব্যক্তির হাত হাঙর কামড়ে ধরে। বুঝতে পেরেই তিনি জল থেকে উঠে আসেন। ওই সময় তাঁর মধ্যে কোনও আতঙ্কের ছাপ দেখা যায়নি। হাত কামড়ে ধরে থাকা হাঙরটিকে এক রকম কোলে করেই তুলে নিয়ে আসেন তিনি। জল থেকে উঠে এসে ওই যুবক হাঙরটিকে হাত থেকে ছাড়ানোর জন্য সাহায্যের অপেক্ষা করেন। সাহায্যকাররা আসার পর তাঁর হাত থেকে হাঙরটিকে ছাড়াতে সময় লাগে প্রায় ঘন্টাখানেক। ততক্ষণ পর্যন্ত তিনি প্রায় নির্লিপ্ত অবস্থায় ছিলেন।
একজন প্রত্যক্ষদর্শী সেই ঘটনা ক্যামেরাবন্দি করে ইউটিউবে আপলোড করেন। ভিডিওতে দেখা যায়, হাঙরটি বেশ ছোট আকারের। এটি নার্স-শার্ক নামে পরিচিত। এগুলো আকারে ছোট হয়।তবে আক্রমণ প্রবণতার দিক থেকে এগুলো হাঙরদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক। যে ব্যক্তিকে হাঙরটি আক্রমণ করেছিল, তার নাম অবশ্য জানা যায়নি। ভিডিয়োটি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement