এক্সপ্লোর
Advertisement
ধোনি, কেজরিবালের নাম করে আইসিসের সমর্থনে পোস্টার, নবি মুম্বইয়ে সতর্কতা জারি
ব্রিজের গায়ে লেখা বিস্তারিত বার্তায় ‘পোর্ট’, ‘এয়ারপোর্ট’, ‘পাইপলাইন’ ইত্যাদির ছবিও আঁকা আছে বলে পুলিশ সূত্রে খবর। তাছাড়া নাম আছে, কিছু বিশিষ্ট ব্যক্তিত্বেরও, যেমন, এমএস ধোনি, অরবিন্দ কেজরিবাল।
মুম্বই: আইএসের মাথা অল বাগদাদি আর ২৬/১১র মাষ্টারমাইন্ড হাফিজ সঈদকে সমর্থন করে লেখা একাধিক লাইন, সেইসঙ্গে ইসলামিক স্টেটের প্রশংসা করে বার্তা নবি মুম্বইয়ের এক ফ্লাইওভারের পিলারে! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের নজরে আসার পর জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
মঙ্গলবার নবি মুম্বইয়ের উরান এলাকার খোপতে ব্রিজের পিলারে এই বার্তা নজরে পড়ে স্থানীয়দের। দেখামাত্র পুলিশ খবর দেন তাঁরা। ব্ল্যাক মার্কার পেন দিয়ে ব্রিজের গায়ে লেখা বিস্তারিত বার্তায় ধোনি, অরবিন্দ কেজরিবালের নামেরও উল্লেখ আছে। ‘পোর্ট’, ‘এয়ারপোর্ট’, ‘পাইপলাইন’ ইত্যাদির ছবিও আঁকা আছে ওই বার্তায়, পুলিশ সূত্রে খবর। এগুলি কোনও সংকেত কিনা খতিয়ে দেখছে পুলিশ। বার্তায় বিস্তারিত ভাবে লেখা আছে, কোথায়, কখন, কীভাবে আক্রমণ হতে পারে!
ওই জায়গায় একাধিক মদের বোতল, মগ ও অন্যান্য সামগ্রী পাওয়া গিয়েছে। সেগুলোও পরীক্ষা করে দেখা হচ্ছে। ওই এলাকায় প্রায়ই কমবয়সি ছেলে মেয়েরা আসে ও মদ্যপান করে বলে স্থানীয় সূত্রে খবর।
পুলিশ সূত্রে খবর, ওই এলাকার কাছাকাছি থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নির্দিষ্ট ওই এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা নেই।
অন্য এক সিনিয়র পুলিশ আধিকারিকের মতে, এটা কমবয়সী কোনও ছেলে মেয়েদের মসকরাও হতে পারে। তবে বিষয়টি মোটেই হালকা করে দেখা হচ্ছে না। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement