এক্সপ্লোর
Advertisement
বালিকাকে অপহরণের চেষ্টা, বিহারে ৩ অভিযুক্তকে পিটিয়ে মারল ক্ষুব্ধ জনতা
বেগুসরাই: বিহারে স্কুলের মধ্যে থেকে ১১ বছরের এক বালিকাকে অপহরণের চেষ্টা করায় জনতা ৩ জনকে পিটিয়ে মারল। পুলিশ জানিয়েছে, গতকাল বেগুসরাইয়ের ছৌদাহী এলাকার নারায়ণপুর গ্রামে ঘটেছে এই ঘটনা।
বন্দুক নিয়ে ৩ দুষ্কৃতী স্কুলের মধ্যে ঢুকে যায় বলে অভিযোগ। তারপর ওই বালিকাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্কুলের শিক্ষকরা রুখে দাঁড়ালে তারা গুলি চালায়। তখন অন্যান্য ছাত্রছাত্রীরা স্কুলের বাইরে বেরিয়ে এসে চেঁচামেচি করলে এলাকার মানুষ বিষয়টি জানতে পারেন। তাঁরা স্কুলে পৌঁছলে অভিযুক্তরা গুলি চালায় তাঁদের ওপর। গুলি শেষ হলেই জনতা তাদের ধরে ফেলে ও ইট-পাথর ও লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে তিনজনকেই।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, ৩ অভিযুক্তের অন্যতম কুখ্যাত অপরাধী মুকেশ মাহাতো ইতিমধ্যেই মারা গিয়েছে। তার দুই সঙ্গী শ্যাম সিংহ ও হীরা সিংহ মারা যায় হাসপাতালে। কেন তারা ওই বালিকাকে অপহরণের চেষ্টা করছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। এই গণপিটুনিতে অভিযুক্তদের গ্রেফতার করার আশ্বাস দিয়েছে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement